সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) ডেঙ্গি (Dengue) উদ্বেগ। মুখ্য স্বাস্থ্য অধিকারিকের অনুপস্থিতিতে যুব কংগ্রেসের স্মারকলিপি প্রদান ঘিরে ধস্তাধস্তি। শিলিগুড়ি মহকুমা পরিষদে CMOH এর দফতরে স্মারকলিপি দিতে গেলে মূল প্রবেশ দ্বারে পুলিশ তাঁদের আটকে দেন। এতেই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সব শেষে পুলিশ ৪ জনকে প্রবেশের অনুমতি দেন।
স্মারকলিপি প্রদান ঘিরে ধস্তাধস্তি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের (Congress) সহ-সভাপতি শুভজিৎ চক্রবর্তী জানান ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন, সঠিকভাবে সঠিক তথ্য তাঁরা জানতে পারছেন না। এছাড়াও স্বাস্থ্যসাথীর আওতায় কোন কোন বেসরকারি নাসিংহোমগুলো রয়েছে তাই অনেকেরই অজানা। এদিন মুখ্য স্বাস্থ্য অধিকারিকের অনুপস্থিতিতে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক নন্দলাল মুখোপাধ্যায় স্মারকলিপি গ্রহণ করেন। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক নন্দলাল মুখোপাধ্যায় জানান, “পুরো বিষয়টি নজরে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে সব তথ্য দেওয়া আছে। বেশ কিছুদিন অফিস বন্ধ ছিল আপডেটটা দেখতে হবে। এছাড়া কোন কোন বেসরকারি নাসিংহোমগুলো স্বাস্থ্যসাথীর অধীনে রয়েছে তার তালিকা দেওয়া রয়েছে।’’
ঊর্ধ্বমুখী ডেঙ্গি সংক্রমণ: রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি। একের পর এক প্রাণ যাচ্ছে ডেঙ্গিতে। চিকিত্সকরা বলছেন কমবয়সী ও মহিলাদের মধ্যে বাড়ছে ডেঙ্গির প্রবণতা। শুধু তাই নয়, একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। শুধুমাত্র ডেঙ্গি আক্রান্তই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে জগদ্দলের বাসিন্দা এক ব্যক্তির। বছর ৫৫’র দীনবন্ধু ঘোষ... সপ্তাহ খানেক ধরে ভর্তি ছিলেন, বেলেঘাটা আইডি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় CCU’তে স্থানন্তরিত করা হয় তাঁকে। কিন্তু শেষ অবধি মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেট উল্লেখ রয়েছে ডেঙ্গি সংক্রমণের।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি। তার মধ্যে, শীর্ষে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৭৪৫ জন। ব্যারাকপুর পুরসভায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৬। শ্রীরামপুর পুরসভায় ৪৪০ জন। শুধু ডেঙ্গি নয়, একই সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াও। বেলেঘাটা আইডি সূত্রে খবর, বর্তমানে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। যার মধ্যে ৫ জন ডেঙ্গি ও ম্যালেরিয়া- দুইতেই আক্রান্ত।