দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরকাণ্ডে গ্রেফতার (Arrest) ৪ জন। মূলত, বোমা মজুত করতে দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের এই ঘটনায় গুরুতর আহত জখম ৫ জন বালক। আহতদের নিয়ে আসা হয়েছে হাসপাতালে (Hospital) । তবে অভিযুক্তরা কোথায় বোমাগুলি নিয়ে যাচ্ছিল, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।


ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার পর দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর।নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ নাবালক। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পরেও মাঠ না ছাড়ায় ছোড়া হয় বোমা। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। বোমার আঘাতে আহত নাবালকদের ভর্তি করা হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। 


প্রসঙ্গত,  মঙ্গলবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বোমা ফেটে মৃত্যু হয় নিখিল পাসোয়ানের। তার সঙ্গীর হাত উড়ে যায়।বুধবার পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নামে ভাটপাড়া থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে কদিন আগেই। জখম হয়েছে ১০ বছরের এক বালক। সে চিকিৎসাধীন। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। তারপরে আসরে নামে পুলিশ।


প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হয়। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাটি খুঁড়ে মজুত বোমার তল্লাশি চালানো হয়।  ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন, 'দশমীর দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চন্দননগর', জগদ্ধাত্রী পুজোর মিটিংয়ে বার্তা বিদ্যুৎ মন্ত্রীর


রাজ্যে একাধিকবার বোমবাজি হোক, কিংবা বোমা উদ্ধার, মর্মান্তিক ঘটনাক সাক্ষী থেকেছে বাংলা। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। আতঙ্কে বুকধুকপুক, উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। অগাস্ট মাসে  আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করে আমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আমতার চন্দ্রপুর গ্রামে ঝোপের মধ্যে দুটি প্লাস্টিকের ড্যামের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। গোপন সুত্রে খবর পেয়ে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় সিআইডি-র বোম স্কোয়াডকে। চন্দ্রপুরের একটি ফাঁকা মাঠের মধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বোম স্কোয়াড।