সনৎ ঝা, জলপাইগুড়ি: ফের হাতির হানায় মৃত্যু শিলিগুড়িতে। দলছুট হয়ে জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে হাতিটি। পর পর বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় সে। তাতে চারিদিকে হুলস্থুল পড়ে যায়। সেই দৌড়াদৌড়ির মধ্যেই হাতিটির সামনে পড়ে যান এক ব্যক্তি। চারচাকা গাড়ির মধ্যে ছিলেন তিনি। কিন্তু ওই গাড়ি সমেতই তাঁকেকে আছড়ে মারে হাতিটি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। (Siliguri News) বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ।
শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন পাড়া এলাকার ঘটনা। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে দলছুট হয়ে একটি হাতি বসতি এলাকায় ঢুকে পড়ে। তাতে হুলস্থুল পড়ে যায় চারিদিকে। হাতির হানা থেকে বাঁচতে এদিক ওদিক দৌড় লাগান স্থানীয় মানুষজন। ভয় পেয়ে হাতিটিও বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায়। (Elephant Attack)
সেই সময়ই, সঙ্কীর্ণ রাস্তায় হাতিটির সামনে পড়ে যান দিলীপ রায় নামের এক ব্যক্তি। জানা গিয়েছে, চারচাকা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দিলীপ। সেই সময়ই হাতিটির সামনে পড়ে যান তিনি। সেই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে পালাতে পারেননি তিনি। পালানোপ রাস্তা পাচ্ছিল না হাতিটিও। এর পর শুঁড় দিয়ে গাড়িটিকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে হাতিটি। তাতে আহত হন দিলীপ। এর পর পা দিয়ে তাঁকে পিষে মেরে ফেলে হাতিটি।
আরও পড়ুন: Jalpaiguri News: ভুয়ো লেবেল বসানো ভেজাল আলুর বীজ, লরি-সহ চালককে আটক করল পুলিশ, উত্তেজনা ধূপগুড়িতে
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। হাতিটিকে জঙ্গলে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরাই। পাশাপাশি, বাগডোগরা থানার পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। দিলীপের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তারাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। এলাকায় যথেষ্ট নজরদারির ব্যবস্থা নেই বলে অভিযোগ করছেন তাঁরা। কারণ বার বার এই ধরনের ঘটনা চলেছে। কয়েক মাস আগেও ডাবগ্রামে তাণ্ডব চালায় একটি দাঁতাল। বৈকণ্ঠপুররে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে একাধিক বাড়িতে তাণ্ডব চালায় সে। বার বার, লাগাতার এমন হাতির হানায় আতঙ্কিত সেখানকার মানুষ জন।