সনৎ ঝা, শিলিগুড়ি : পুজোর মুখে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ একটি দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলে যায় গোটা দোকান। আগুন নেভানোর লড়াই চালাচ্ছে দমকল। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। 


পুজোর মুখে এত বড় ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের। এখনও পর্যন্ত জানা গিয়েছে ওই মার্কেটের ছ'টি দোকান পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিধান মার্কেটে এদিন সকাল ১০.৩০টা নাগাদ একটি কাপড়ের দোকানে আগুন লাগে। মনে করা হচ্ছে, গত কয়েকদিনের বৃষ্টিতে ভেজা ছিল দোকানঘরগুলি। সেখান থেকেই শর্ট সার্কিট হয়। 


সেই শর্ট সার্কিট থেকেই কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকেই পাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। প্রতিটা দোকানই একে অপরের গায়ে লাগানো। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই আগুন। লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যায়। প্রথমে দুটি দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ছ'টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে