সনৎ ঝা, শিলিগুড়ি : ভোটের দিনই ধরা পড়েছিল সৌজন্যের ছবি। সারা বাংলায় বিচ্ছিন্ন অশান্তির মধ্যেই শিলিগুড়িতে দেখা গিয়েছিল একই বেঞ্চে বসে বিরোধী প্রার্থীদের বাদামভাজা ভাগ করে খেতে।   সকাল সকাল জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে পরাজিত বিজেপি প্রার্থী।  মিষ্টি আর ফুলের তোড়া দিয়ে প্রতুল চক্রবর্তীর সঙ্গে সৌজন্য বিনিময় করলেন শঙ্কর ঘোষ।


এক সময়ের গৃহশিক্ষককে পা ছুঁয়ে করলেন প্রণামও। সোমবার শিলিগুড়ি পুরসভার ভোটের ফল প্রকাশিত হয়েছে। তাতে নিজের পাড়াতেই তৃতীয় হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী শঙ্কর ঘোষ। ২০১৫-তে ২৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেও, এবার এই ওয়ার্ডে নির্দলের পরেও স্থান পেয়েছেন তিনি। ভোটে হারার তিনদিনের মাথায় একদা গৃহশিক্ষক ও পুরভোটের প্রতিদ্বন্দ্বী প্রতুল চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়ে এলেন শঙ্কর ঘোষ। মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন এককালের ছাত্র। রাজ্যে শতাধিক পুরসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির এই ছবি, এক দৃষ্টান্ত তৈরি করল বলে মনে করছে রাজনৈতিকমহল। পুরভোটের অশান্তির আবহে এমন সৌজন্যের নজিরই তো চায় সাধারণ মানুষ। 

আরও পড়ুন :


মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপালের


পুরসভার ভোটে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই এবার ধাক্কা খায় বিজেপি। গতবার বামেদের হাতে যাওয়া শিলিগুড়ি পুরসভা, এবার ছিনিয়ে নেয় তৃণমূল। হারেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটে হারলেও, পুরভোটে জিতে যান গৌতম দেব। শিলিগুড়ির পুরভোটে সকলের নজর ছিল সিপিএম-তৃণমূল-বিজেপির হেভিওয়েট ত্রয়ীর দিকে। সিপিএমের অশোক ভট্টাচার্য, তৃণমূলের গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ।  ৯ মাস আগে যিনি বিজেপি প্রার্থী হিসাবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন, সেই শঙ্কর ঘোষ পুরভোটে লড়ে শুধু নিজের পাড়াতে হারলেনই না, সেই সঙ্গে নেমে গেলেন তৃতীয় স্থানে।