বাচ্চু দাস, দার্জিলিং: ব্যবসায়ীকে (Businessman) মারধর করে মুখ-হাত-পা বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) ৪০নং ওয়ার্ডের ইসকন মন্দির (Isckon Temple) রোডের ঘটনা। গৃহকর্তার দাবি, নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার (CC Camera) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানা।
কী অভিযোগ?
মাঝরাতে জানলা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি। বৃদ্ধ গৃহকর্তার মাথায় শাবল দিয়ে আঘাত। গৃহকর্তার স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে অবাধে লুঠপাট। শিলিগুড়ির ৪০নং ওয়ার্ডের একটি বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় রীতিমতো শোরগোল।
গৃহকর্তার অভিযোগ, সোমবার রাত আড়াইটে নাগাদ জানলা ভাঙার আওয়াজ পেয়ে ঘুম ভাঙে তাঁর। কী হচ্ছে বুঝতে না বুঝতেই হুড়মুড় করে জানলা ভেঙে ঘরে ঢুকে আসে ৩ ডাকাত। অভিযোগ, ঘরে ঢুকে প্রথমে শাবল দিয়ে বৃদ্ধ চন্দন রায়ের মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। গৃহকর্তা প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁর বৃদ্ধা স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়।
আরও পড়ুন, দূরপাল্লার ট্রেনে এবার থাকবে 'বেবি বার্থ', দিতে হবে আলাদা ভাড়া?
গৃহকর্তা চন্দন রায় বলেন, "পিছনের জানলা ভাঙার আওয়াজ পাই। শাবল দিয়ে জানলা ভাঙা হচ্ছে। চিৎকার করতে না করতেই ভিতরে ঢুকে মাথায় শাবল দিয়ে আঘাত করে। হাত-পা বেঁধে ফেলে রাখে। তারপর স্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে লুটপাঠ চালায়। আলমারি ভেঙে লুঠ।"
কত টাকা গায়েব?
গৃহকর্তার দাবি, ৭ লক্ষ টাকা নগদ, ৩ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। শিলিগুড়ির ইস্কন মন্দির রোডের মতো একটি অভিজাত এলাকায় এমন ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানা।
এখনও অধরা দুষ্কৃতীরা।