শিলিগুড়ি: গুরু নানকের (Guru Nanak's Birth Day) ৫৫৩ তম জন্মজয়ন্তীতে গুরুদ্বারে এলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। আজ গুরু নানকের ৫৫৩তম জন্মজয়ন্তী। সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও জাঁকজমকের সঙ্গে পালিত করা হয়ে থাকে গুরুনানক জয়ন্তী। গুরুনানক জয়ন্তী উপলক্ষে এদিন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত গুরুদ্বারকে সাজিয়ে তোলা হয়।
এদিন শিলিগুড়ি ও শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে ভিড় জমায় এই গুরুদ্বারে। গুরু নানক জয়ন্তী উপলক্ষে এদিন শিলিগুড়ির গুরুদ্বারে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তিনি গুরুদ্বারে আসার পর গুরুদ্বারে সদস্যারা তাঁকে গেরুয়া পাগড়ি পরিয়ে দেন। তারপর গুরুদ্বারে সাধারণ মানুষদের সঙ্গে লঙ্গরে বসে প্রসাদও গ্রহণ করেন নিশীথ প্রামাণিক।প্রসঙ্গত, কোচবিহারের সিতাইয়ে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ। বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তাল সিতাই। যদিও 'হামলা'-র অভিযোগ অস্বীকার তৃণমূলের। এদিকে কয়েকদিন আগেই কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। দিনহাটার সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কেউ অশান্তি করতে এলে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত ভোটের আগে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থা করব।’ তারপরেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে 'হামলা'কাণ্ডে বিতর্ক নয়া মোড় নিয়েছে।
আরও পড়ুন, 'বিজেপি নেতা'-র বিরুদ্ধে 'গরুপাচারের' অভিযোগ, 'পুলিশের ভূমিকা' নিয়ে প্রশ্ন তৃণমূল বিধায়কের
আগামী বছর ফেব্রুয়ারি (February) বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট তবে এখন থেকেই চড়তে শুরু করেছে হুমকি-হুঁশিয়ারির পারদ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল হিংসার ছবি। সেই ভোট হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। এবারের পঞ্চায়েত ভোটও, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে বলে, রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যা শুনে বিরোধীরা প্রশ্ন তুলছে, ২০২৩’এও তাহলে ২০১৮’র পুনরাবৃত্তি হবে না তো? এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত প্রসঙ্গে, সরাসরি হুমকির সুর শোনা গেল, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায়। কিছুদিন আগেই উদয়ন গুহ (Udayan Guha) এবং তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মুখে শোনা গিয়েছিল দাঁত উপড়ে নেওয়ার হুমকি। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।