বাচ্চু দাশ, শিলিগুড়ি :  স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শিলিগুড়িতে ( Siliguri )। তারপর লাঠি নিয়ে পুলিশকে তাড়া করেন নিগৃহীতার বাড়ির লোকজন। সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতালে। ইতিমধ্যেই  পুলিশের জালে গৃহবধূর স্বামী সহ দেওর।


কী ঘটেছিল প্রিয়ঙ্কার সঙ্গে?


সম্পর্ক মেনে নেয়নি বাড়ির লোকজন। একরকম ভালোবাসার টানেই ছেড়েছিলেন পরিবার।  পরিবারের অমতে রায়গঞ্জের বাসিন্দা জয়ন্ত সিংহ রায়কে চার মাস আগে বিয়ে করেন মাটিগাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা মজুমদার । বিয়ের পর থেকে স্বামী ও দেওরের  সঙ্গে আশিঘর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি ৷ 


চাউমিন ফ্যাক্টরিতে কাজ করে প্রিয়ঙ্কার স্বামী। ভালবেসে বিয়ে করলেও  সংসার করার অভিজ্ঞতা মধুর হয়নি প্রিয়ঙ্কার। দুর্ব্যবহার ও নিত্যদিন পণের দাবিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল সদ্য বিবাহিতার ৷ অভিযোগ,  প্রিয়াঙ্কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে রাখা টাকার প্রতিও তার নজর ছিল স্বামী। সেই টাকা পেতেও চাপ দেওয়া হত বলে অভিযোগ। পণের দাবি ও টাকার লোভ না মেটায় ভয়ঙ্কর কাণ্ড ঘটায় স্বামী।  স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় সে, অভিযোগ প্রিয়ঙ্কার পরিবারের পরিবার ।


ঘটনায় গুরুতর জখম হন গৃহবধূ। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপ্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে।


 কেমন আছেন প্রিয়ঙ্কা? 


ঘটনার পরই ওই গৃহবধূর স্বামী ও দেওরকে পুলিশ পাকড়াও করে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে-সময় গৃহবধূর পরিবারের সদস্যরা তার ওপর চড়াও হন বলে অভিযোগ৷ পুলিশ বাধা দেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। গৃহবধূর পরিবারের লোকজন  লাঠি নিয়ে তাড়া করে পুলিশকে ৷ পরে কোনওমতে ক্ষুব্ধ জনতাকে পাশ কাটিয়ে অভিযুক্তদের সেখান থেকে আদালতের পথে নিয়ে যাওয়া হয়।


গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিন ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়।  


আরও পড়ুন : 


মিঠে রোদ গায়ে মেখে সবুজে ডুব, বড়দিনে পর্যটকদের চিরন্তন আকর্ষণ শুশুনিয়া                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y