সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri News) লুকিয়ে বিহারে প্রতারণার মামলায় অভিযুক্ত (Bihar Cheating)। ধরতে গেলে পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা। টানাহ্যাঁচড়ায় গুলি ছিটকে জখম এসআই (Firing)। জখম এসআই-এর নাম রবীন্দ্রনাথ সরকার। গুলিতে জখম ১ দুষ্কৃতীও। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে দুষ্কৃতীদের ধরতে যায় প্রধাননগর থানার পুলিশ। তাতেই ঘটে যায় রক্তারক্তি কাণ্ড।
অভিযুক্তের সঙ্গে টানাহ্যাঁচড়ায় গুলি ছিটকে জখম এসআই
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয় যে, বিহারে প্রতারণা মামলায় অভিযুক্ত এক ব্যক্তি দাগাপুর এলাকার একটি ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন। তাঁকে ধরতে রাতেই অভিযান চালায় পুলিশ। কিন্তু আবাসনের ওই ফ্ল্যাটে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে অভিযুক্ত বন্দুক তাক করেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটে ঢোকার মুখেই রিভলভার তাক করে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত। ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির হাত থেকে ওই রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তাতেই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অভিযুক্তের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। তাতেই বেকায়দায় ওই রিভলভার থেকে গুলি বেরিয়ে যায় বলে জানা গিয়েছে।
বেকায়দায় রিভলভার থেকে ছিটকে বেরনো গুলিতে প্রথমে অভিযুক্ত জখম হন। তার পর গুলি ছিটকে এসে এসআই রঘুবীন্দ্রনাথ সরকারের পায়ে লাগে। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। অভিযুক্ত এবং এসআই, আহত দুই জনকে তড়িঘড়ি আবাসন খেকে বার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে অবস্থা স্থিতিশীল।
অভিযুক্ত এবং এসআই, দু'জনেই জখম, চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে
তবে বিহারের বাসিন্দা, ওই অভিযুক্ত বাংলায় আশ্রয় পেলেন কী ভাবে, তাঁর কাছে রিভলবারই বা এল কোথা থেকে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে আশ্রয় দেওয়া থেকে প্রতারণা মামলায় আর কেউ জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও। অভিযুক্তের চিকিৎসা চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
বালি চুরি আটকানোয় বিএলআরও ও কর্মীদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ
এ দিকে, বালি চুরি আটকাতে গিয়ে বিএলআরও ও কর্মীদের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ময়ূরেশ্বর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কের উপর। ওই পথে পণ্যবাহী গাড়িগুলির উপর নজরদারি চলছিল। বালি-পাথরের গাড়িতে সঠিক চালান দিয়ে সঠিক পরিমাণ সামগ্রী বহন করা হচ্ছে কিনা, তার তদন্ত চালাচ্ছিল জেলা প্রশাসনের একটি ভিজিল্যান্স দল । সেখানেই একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন ভূমি দপ্তরের বেশ কয়েকজন। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।