সনৎ ঝা, শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে জমি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন। গতরাতে শিলিগুড়ির (Siliguri) সুকান্তনগরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ ব্যবসায়ী বিদ্যুৎ সাহা। বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতীর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! গুলিবিদ্ধ ব্যবসায়ীর আজ সকালে মৃত্যু হয়। আততায়ীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার (CCTV Footage) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কিন্তু শিলিগুড়ি শহরের বুকে প্রকাশ্যে গুলি চলা ও এভাবে খুন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন। স্থানীয়রা এই ধরণের ঘটনা দেখে হতচকিত।


গতকাল রাত ৯ টা নাগাদ নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিদ্যুৎ সাহা। স্থানীয়দের কথা অনুযায়ী, বাইকে চড়ে এসে দুই আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুটি গুলি চালায় ব্যবসায়ীকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। গুলির আওয়াজে চমকে ওঠেন স্থানীয়রা। তাঁরা দ্রুত ছুটে ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।


দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ বিদ্যুৎ সাহাকে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। জমি ব্যবসা ছাড়াও বিদ্যুৎ সাহার বিরুদ্ধে ভয় দেখিয়ে জমি দখল। জমি দখল করে নিয়ে ব্যবসা করার মতো অভিযোগও ছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জমির দখলদারি, জমি সংক্রান্ত বেআইনি কারবারের বিবাদের জেরেই সম্ভবত খুন হতে হয়েছে ওই ব্যবসায়ীকে। বখরা নিয়ে গণ্ডগোলের জেরেই তাঁকে প্রাণ খোওয়াতে হল কি না, সে নিয়েও সন্দিহান পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ  (Police)। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি গতরাত থেকেই জোরকদমে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি।


এদিকে, মৃত ব্যবসায়ী তৃণমূল কর্মী বলেই জানা গিয়েছে। তাঁর ব্যবসা প্রসঙ্গে কিছু বলতে না চাইলেও এভাবে দলীয় কর্মী খুন হওয়ার সঠিক তদন্ত হোক চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন- পারিবারিক বিবাদের জেরে খুন একই পরিবারের ৪ জন, গ্রেফতার গৃহবধূ


দিনকয়েক আগেই ভাটপাড়ায় (Bhatpara) তরুণীর  উপর দুষ্কৃতী হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে ভাটপাড়া থানার কলাবাগান এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতাল (Kalyani JNM Hospital)।ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।