মলয় চক্রবর্তী, শিলিগুড়ি : দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগে ফের গ্রেফতার ৩ জন। শিলিগুড়ি পুরসভার ৫ নং বরোর অধীনে শিউমঙ্গল হাইস্কুলে সরকারি শিবিরের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করার জন্য সাধারণ নাগরিকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। অভিযুক্তদের চিহ্নিত করে গতকাল তাদের গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম- বিপ্লব পাল, মহেশ্বর বর্মণ ও মিন্টু কুমার সিং।
শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর বরোর অধীনে এর আগেও ওই স্কুল থেকে ফর্ম ফিলআপ করার সময় টাকা নিতে গেলে হাতেনাতে ধরে ফেলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গৌতম দেব। এরপরেই গৌতমবাবু পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, শিলিগুড়ি এবং শহর সংলগ্ন এলাকায় যেসব ক্যাম্প চলছে সেগুলিতে নজরদারি বাড়াতে।
দিনকয়েক আগে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করিয়ে টাকা নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী বালিকা বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পের বাইরে অতীন্দ্র মজুমদার, নবাব রায় চৌধুরী ও অপণা রায়চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিলআপ করিয়ে দিয়ে প্রতি ফর্ম পিছু টাকা নিচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে তিন জনকে গ্রেফতার করে।
শিলিগুড়ি পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব একটি ক্যাম্প থেকে একজনকে ফর্ম ফিলআপ করে টাকা নেওয়ায় হাতেনাতে ধরেছিলেন ও পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। শিলিগুড়ি পুরসভায় পাঁচটি বোরো রয়েছে। প্রতি বোরোতে ছ’টি করে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প করা হচ্ছে। সেরকমই একটি ক্যাম্প হয় হায়দারপাড়ার শিউমঙ্গল হাইস্কুলে। সেখানেই রীতিমতো ক্যাম্প করে ফর্ম পূরণ করছিলেন এক যুবক। ফর্ম পূরণের বিনিময়ে টাকা নিচ্ছিলেন তিনি। ক্যাম্প পরিদর্শনে গিয়ে হাতেনাতে এই যুবককে পাকড়াও করেন গৌতম দেব। অভিযুক্ত যুবককে ভক্তিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেফতার করে পুলিশ।