কলকাতা: বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই সোমবার গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর কালই পশ্চিমবঙ্গে SIR-এর ঘোষণা হতে পারে বলে বলে জানা যাচ্ছে। (SIR in West Bengal)

Continues below advertisement

বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে SIR হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। সেই মতো বিগত কিছু দিন ধরে তৎপরতাও দেখা গিয়েছে। বুথস্তরের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, SIR প্রক্রিয়া বোঝানো হয়েছে দফায় দফায়, দেখা হয়েছে ব্যবস্থাপনাও। তবে পশ্চিমবঙ্গে SIR-এর দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি। সব ঠিক থাকলে কালই সেই ঘোষণা হয়ে যেতে পারে। (Election Commission)

সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে, বিকেল ৪টে বেজে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই পশ্চিমবঙ্গে SIR-এর ঘোষণা হতে পারে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, কালকের সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই সব ঠিক হয়ে গিয়েছে বলে খবর। 

Continues below advertisement

পশ্চিমবঙ্গে SIR-এর প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে হবে কি না, কোথায় কবে হবে, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। ২০২৬ সালে যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে, সেখানে আগে SIR হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে এই মুহূর্তে। সেই সব জল্পনার অবসান আগামী কাল হতে চলেছে বলে খবর। অক্টোবরেই নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে আগেই ইঙ্গিত মিলেছিল।

SIR নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতির পারদ চড়ছে লাগাতার। তৃণমূল জানিয়েছে, একটি বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবে না তারা। অন্য দিকে, বিজেপি-র দাবি, ১ কোটির বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। পাশাপাশি, বুথস্তরের আধিকারিকদের নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগের পর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের BLO পদ থেকে সরানো হয়েছে আলাউদ্দিন মোল্লাকে। তিনি তৃণমূলের পদাধিকারী বলে দাবি করেছিলেন শুভেন্দু। এর পরই রিপোর্ট তলব করে কমিশন। ওই এলাকায় নতুন BLO নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

বিধানসভা ভোটের আগে SIR ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে এই মুহূর্তে। আর তাতে বার বার চর্চায় উঠে আসছেন এই BLO-রা। কারণ, ভোটার তালিকার বিশেষ সংশোধন ও নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন BLO-রাই। কিন্তু কাদের করা হচ্ছে BLO? তা নিয়ে বারবার তৈরি হচ্ছে বিতর্ক।