রুমা পাল, কলকাতা : SIR- এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন করা হয়েছে। এমনটাই দাবি করেছে ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ। প্রতিদিনই ভোটার তালিকায় নামের বানান ভুল নিয়ে নতুন নতুন অভিযোগ শোনা যাচ্ছে। কারও কারও আবার ২০০২ সাল থেকেই নামের বানানে গরমিল রয়েছে। থাকতে পারে বানান বা নামে অন্য ধরনের ভুলও। সেই সব ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে ? পড়লেও কীভাবে পড়বে? কবে থেকে শুরু হবে এসআইআর শুনানি? প্রশ্ন অনেক । আপাতত এই সব বানান ভুল শুধরে নিতে BLO অ্যাপে। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন করা হয়েছে বলে দাবি করেছে ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ। তাদের দাবি, অ্য়াপে রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি অপশন সংযোজন করা হয়েছে। ২০০২-এর তালিকায় যে যে ভোটারের নামে ভুল রয়েছে, তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে। অর্থাৎ যাদের নামের বানান ভুল আছে, তাদের আর শুনানিতে ডাকা হবে না, বানান যাচাই করে অ্যাপের নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে। এই আন্ডার টেকিংয়ের মাধ্য়মে সেই অসঙ্গতি দূর হবে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর অনুসারে, শুনানি শুরু হতে হতে এই মাসের ২৬ থেকে ২৭ তারিখ হয়ে যেতে পারে। কারণ কমিশনের সূত্রে খবর, এই পুরো পদ্ধতিটি সহজ ভাবে করতে সফটওয়্যারে আপডেশন দরকার। সেই কাজই চলছে এখন। সে সব ঠিক হলে শুরু হবে শুনানিতে ডাকার কাজ। এখন প্রশ্ন উঠছে, খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেলেই কি নিশ্চিন্ত? তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা কি এখনও রয়েছে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ।
আর কয়েক দিনেই শুরু হবে হিয়ারিংয়ের পর্ব । নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারও নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। এঁদের আগামী দিনে কী হবে? ভোটার তালিকায় ভূত ধরতে ঝাড়াই বাছাইয়ে নেমেছে নির্বাচন কমিশন।