রুমা পাল, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিন্হা, কলকাতা: যে কোনও দিন এরাজ্য়ে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রস্তুতি কার্যত লাস্ট ল্য়াপে। ইতিমধ্য়ে ৭টা জেলায় ম্য়াপিং-এর কাজ শেষ। শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এ সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য় আপলোড করতে নির্দেশ দিয়েছে কমিশন।

Continues below advertisement

আরও পড়ুন, রাজ্যে SIR শুরুর আগে হুঁশিয়ারি সুকান্তর, পাল্টা হুমকির সুর TMC বিধায়কের, ফের কী বললেন অখিল ?

Continues below advertisement

 বিহারে ৪০ লক্ষের বেশি নাম বাদ দিয়েছে, বাংলাতেও করতে চলেছে, করলে ঘেরাও কর্মসূচি করব : মুখ্য়মন্ত্রী 

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'বিহারে ৪০ লক্ষের বেশি নাম বাদ দিয়েছে। বাংলাতেও করতে চলেছে। করলে ঘেরাও কর্মসূচি করব। পুরো ঘেরাও হবে।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, SIR-এর সেমিফাইনালেই পিসি অ্য়ান্ড ভাইপো ভোকাট্টা। ওই জন্য় চিৎকার করছে, SIR করতে দেব না। দম থাকলে আটকে দেখান।' যে কোনও দিন এরাজ্য়ে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন।

SIR-এর প্রস্তুতিও কার্যত লাস্ট ল্য়াপে, হুমকি-হুঁশিয়ারি চলছে সমান তালে

তা নিয়ে বাগযুদ্ধের পারদ ইতিমধ্য়েই সপ্তমে। হুমকি-হুঁশিয়ারি চলছে সমান তালে। আর তার মধ্য়ে SIR-এর প্রসতুতিও কার্যত লাস্ট ল্য়াপে। ইতিমধ্য়ে ৭টা জেলায় ম্য়াপিং-এর কাজও শেষ। ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই হল ‘ম্যাপিং’। SIR শুরুর আগে এই 'ম্য়াপিং' প্রক্রিয়াতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

এরপর SIR শুরু হলে.. নির্বাচন কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ারে ৫৩ শতাংশ, কালিম্পংয়ে ৬৫ শতাংশ, মালদায় ৫৪ শতাংশ, কলকাতা উত্তরে ৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৬২ শতাংশ, ঝাড়গ্রাম ৫১ শতাংশ এবং পুরুলিয়ায় ৬১ শতাংশ নাম মিলেছে। অর্থাৎ এই নামগুলো ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। এরপর SIR শুরু হলে, যাঁদের নাম বা যাঁদের মা-বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় মেলেনি, তাঁদের নথি দিতে হবে।'

শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এসপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য় আপলোড করতে নির্দেশ

নির্বাচন কমিশন সূত্রে খবর, 'ম্য়াপিংয়ে মিলেছে এমন ৩ কোটি ৪৮ লক্ষ ভোটারের নাম তাদের পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে।' প্রাকৃতিক দুর্যোগের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ম্য়াপিংয়ের কাজে অনেকটা পিছিয়ে।শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এসপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য় আপলোড করতে নির্দেশ দিয়েছে কমিশন।