কলকাতা: বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি, শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং। ১৫ অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড: CEO। সূত্র মারফৎ খবর, 'ত্রাণের কাজে রয়েছেন সরকারি আধিকারিকরা। তাই দেরি হচ্ছে দার্জিলিং-জলপাইগুড়িতে। দার্জিলিং-জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা রয়েছে। 'সীমান্তবর্তী জেলার থেকে বাকি জেলার ভোটার লিস্ট ম্যাপিংয়ে ফারাক। বাঁকুড়া-ঝাড়গ্রামের সঙ্গে ম্যাপিংয়ে ৬৫ থেকে ৭০ শতাংশ মিল', সীমান্তবর্তী জেলার সঙ্গে ম্যাপিংয়ে মিল ৫০-৫৫ শতাংশ বলে সূত্র মারফৎ খবর। 

Continues below advertisement

আরও পড়ুন, 'ধর্ষণের ঘটনায় কোনও অজুহাত দেওয়া উচিত নয়.', দুর্গাপুরকাণ্ডে কড়া পদক্ষেপ চান রাজ্যপাল

Continues below advertisement

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন এখন সময়ের অপেক্ষা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে প্রক্রিয়া। আর এই আবহেই ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে রীতিমতো হুঙ্কার শোনা যাচ্ছে শাসক দলের জনপ্রতিনিধিদের গলায়। মোথাবাড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে এই নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেচমন্ত্রী  সাবিনা ইয়াসমিন বলেন, অযাচিতভাবে, অন্যায়ভাবে যদি একটি লোকও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িতে লন্ডভন্ড করে রেখে দেব। এটা মনে রাখবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা কাউকে লাঠি মারতে যাব না। কিন্তু যে আসবে, তাঁর লাঠি আর দাঁতকপাটি দুটোই ভাঙব।মালদায় দাঁড়িয়ে যখন রাজ্যের মন্ত্রী এই বক্তব্য রাখছেন, তখন একই সুরে হুঁশিয়ারি শোনা গেল হুগলির ধনেখালির তৃণমূল বিধায়কের গলাতেও।  

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে বিজেপিকে আগাম হুঁশিয়ারি দিলেন অসীমা পাত্র। ধনেখালি তৃণমূল কংগ্রেস বিধায়ক  অসীমা পাত্র বলেন, ধনেখালিতে যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। থাকতে দেব না।' বিজেপি রাজ্য কমিটির সদস্য  স্বপন পাল বলেন, ধনেখালির বিধায়ক তিনি হঠাৎ এত ভয় পেয়ে গেলেন কেন? তার মানে কি ধরে নিতে হবে যে তিনি অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদের ভোটে জয়ী হয়েছিলেন বলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন? রবিবার রামপুরহাটে ছিল তৃণমূলের বিজয়া সম্মেলনী। সেখান থেকেই SIR- ইস্য়ুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)