পার্থপ্রতিম ঘোষ, দিঘা : সোমবার বেলা যত বাড়ছে ততই বাড়ছে হাওয়ার দাপট। ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের ঢেউ। ছাতা সোজা রাখা দায় হচ্ছে সমুদ্রের ধারে। পর্যটনের সময়েও ফাঁকা সৈকত। পুরনো দুর্যোগের স্মৃতি কি আশঙ্কা বাড়াচ্ছে ? 

আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো। সুন্দরবনে বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস। দিঘা-মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বন্ধ রাখা হয়েছে জয় রাইড।


সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ। বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ। মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-কে। অন্যদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। নদীতে খেয়া পারাপার বন্ধ। গোসাবার সাতজেলিয়ায় গাড়াল, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। ছোট মোল্লাখালি থেকে বয়স্কদের ইতিমধ্যেই ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, কুমিরমারি, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ফেরিঘাটগুলোতে পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে।


দুর্যোগ মোকাবিলায় রাজ্যে কী উদ্যোগ
দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই রাজ্যজুড়ে ঘনাচ্ছে সিত্রাং-এর মেঘ। নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা, 
কলকাতা থেকে হলদিয়া পুরসভা, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকের ছুটি বাতিল করেছে।
প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। শুকনো খাবার, সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর,  দুর্যোগ মোকাবিলায়, রাজ্যের ৭টি জেলায় মোতায়েন রয়েছে, NDRF-এর ১৪টি টিম। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগনায় ৪টি, পূর্ব মেদিনীপুরে ৩টি উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ২টি করে,  এছাড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, বাংলা-ওড়িশা সীমান্তে, প্রচার চালাচ্ছে NDRF। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশ ও NDRF-এর তরফে মাইকে প্রচার চলছে। খতিয়ে দেখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলির অবস্থা। হিঙ্গলগঞ্জে হেমনগর কোস্টাল থানার তরফেও মাইকে প্রচার করা হচ্ছে।