মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালের ধান্ডাডিহি এলাকায় মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে রহস্য (Andal Skeletons Rescue)। অন্ডালের ধান্ডাডিহি এলাকায় মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


বুধবার  দুপুরে এই ঘটনা সামনে এসেছে ধান্ডাডিহি গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশানের নিকট। ধান্ডাডিহি থেকে রানীগঞ্জ মঙ্গলপুর যাওয়ার প্রধান রাস্তার একেবারে পাশেই এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরে হাড় নিয়ে টানাটানি করছিল প্রথমে স্থানীয় মানুষরা মনে করেন কোন জন্তু জানোয়ারের হাড়গোড়। পরে কুকুরের সেই হাড়গোড় একেবারে রাস্তার পাশে এনে ফেললে আসল সত্য নজরে আসে মানুষের। দেখা যায় মানুষের একটা মাথার খুলি হাড়গোড় এবং পুরনো জামাকাপড়। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রচুর মানুষ ভিড় করেন ঘটনাস্থলে, খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে।


স্থানীয় বাসিন্দা সৈয়দ গোলাম নামে এক ব্যক্তি জানান, দিন ১৫ ধরে এই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকার মানুষ। তবে আজ সত্য উদঘাটন হল। এলাকা থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও হাড়গোড় ।স্থানীয়রা বলছেন, কীভাবে কখন এই ঘটনা ঘটেছে কারও জানা নেই। সম্পূর্ণ ঘটনায় এখন তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই আসল সত্য সামনে আসবে। তবে পুরনো জামা কাপড় সনাক্ত করতে পারেনি স্থানীয়দের কেউই। হঠাৎ করে দিনে দুপুরে এভাবে নরকঙ্কাল উদ্ধার হওয়ায় খনি অঞ্চল জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে এসে অন্ডাল থানার পুলিশ উদ্ধার করে মাথার খুলি ও হাড়গোড়। ঘটনা তদন্ত শুরু করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।


চলতি বছরের শুরুতেই এমনই ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনা এলাকায়। পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের খুলি (Skull found from desserted pond) উদ্ধার ঘিরে হইচই এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী (police force reaches habra)। কার কঙ্কাল? পরিত্যক্ত পুকুরে ওই খুলিই বা এল কী ভাবে? উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হিরাপোল এলাকার ঘটনায় শোরগোল। পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের।


আরও পড়ুন, প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


নজরে এসেছিল, পুকুরের মধ্যেই পড়ে রয়েছে একটি খুলি। কোথা থেকে এই খুলি এল, তা এখনও স্পষ্ট নয়। যে পরিত্যক্ত পুকুরে ঘটনাটি ঘটেছিল, তাতে দীর্ঘ ১৫ দিন ধরে জল নেই। সেই পুকুর পাড়ে আমের পাতা আনতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে গিয়েই এই দৃশ্য নজরে আসে। খবর দেওয়া হয়েছিল হাবরা থানায়। পুলিশবাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। পরিত্যক্ত পুকুরের মধ্যে থেকে কঙ্কালের খুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত অক্টোবরে গাইঘাটা থেকে পাঁচ বছর আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছিল।