শুভেন্দু দাস, হাওড়া: পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্যু বাবা ও ছেলের (Death Incident in Puri)। আজ দুপুরে ঘটনাটি ঘটে পুরীতে। বিকালে শিবপুরের বাড়িতে তাঁদের মৃত্যুর খবর এলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


দুপুরে সমুদ্রে স্নান করার সময় তলিয়ে যায়


শিবপুর থানার অন্তর্গত এক নম্বর আচার্জী পাড়া লেনের এক পরিবার গত পয়লা মে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। এই বাড়ির পাঁচ সদস্য ছিলেন। পুরী বেড়াতে গিয়েছিলেন রঞ্জন দাস। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, ছেলে, ভাগনা এবং তার মা। আজ তারা দুপুরে সমুদ্রে স্নান করার সময় তিনজন তলিয়ে যায়। তারমধ্যে ভাগনা সায়ন মাইতিকে  তাড়াতাড়ি উদ্ধার করতে পারে ওখানকার নুলিয়ারা। কিন্তু বছর বাহান্নর রঞ্জন দাস এবং তাঁর বছর ১৬-র ছেলে ঋষভ দাসকে এদের উদ্ধার করতে একটু সময় লাগে। উদ্ধার করার পর তাদেরকে পুরীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। সায়ন মাইতি এখন হাসপাতালে চিকিৎসাধীন।


 নদীতে স্নান করতে নেমে দুর্ঘটনা চলতি মাসেই


প্রসঙ্গত, গত মাসের শেষ থেকে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা এই নিয়ে তিন। চলতি মাসে নৈহাটি (Naihati) লিচু বাগান ঘাটে গঙ্গায় স্নান (Bath) করতে নেমে তলিয়ে যা্য় দুই ছাত্র (Student)। জানা যায়, একজন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অপরজন নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। শুভম দে এবং সুজল সাউ এরা দুই বন্ধু আজ সকালে গঙ্গার ধারেই ক্রিকেট খেলছিল। এরপরই তারা দুজনে গঙ্গায় স্নান করতে নামে। তখনই জলে তলিয়ে যায় তারা। পরবর্তীতে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  উদ্ধার কাজে নামে । যদিও এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে গত মাসের শেষেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দামোদরে।


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন? 


প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজন আসানসোলের ডিএভি স্কুলের পড়ুয়া ও একজন হিরাপুর থানার বার্নপুরের আলমনগরের। হিরাপুর থানার অন্তর্গত ভূতনাথ মন্দিরের কাছে এবং নেহেরু পার্কের পেছনে দামোদরের ঘাটে শুক্রবার স্নান করতে যাওয়া ৬ কিশোরের মধ্যে ৩ জন নদীতে তলিয়ে গিয়েছিল।  নিখোঁজ তিন পড়ুয়ার নাম হল, আতিকুল খান ( ১৪) পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পন্ডিত (২০)।