নয়া দিল্লি: একটি প্রাণী বিষধর। তার দৃষ্টি কম ঠিকই কিন্তু ভাইব্রেশনে টের পায় তার সামনে কী আছে। অপছন্দ হলে নিজেকে বাঁচাতে ছোবল দিতে মুহূর্তে ভাবে না সে। অথচ সেই সাপটি কি না 'নির্বিবাদি' এক বাছুরের সঙ্গে খেলে বেড়াচ্ছে! এ যেন এক অবিশ্বাসী দৃশ্য!                                                                                       

  


এই ভিডিওটিই এখন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আইপিএস অফিসার সুশান্ত নন্দা এটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাছুরের সঙ্গে খেলছে একটি সাপ। যেভাবে ফণা তুলে রয়েছে তা থেকে এটা স্পষ্ট যে এটি কোনও 'নির্বিষ' সাপ নয়। কিন্তু সেই বিষধরকে মাঝে মাঝে মুখ দিয়ে স্পর্শ করছে গরুটি। 


১৭ সেকেন্ডের সেই ভিডিওতে দুই প্রাণীর মধ্যেই কোনও ভীতি, কোনও ভয়ডরের লেশমাত্র নেই। নেই কোনও যুদ্ধকালীন তৎপরতাও। বরং একমনে খেলে চলেছে দুই 'বন্ধু'। আইপিএস অফিসার সুশান্ত নন্দা ভিডিওটি সোশাল মিডিয়া এক্স-এ শেয়ার করে লিখেছেন- 'কীভাবে এই ঘটনাকে ব্যাখা করব তা জানি না। সত্যিকারের ভালবাসা থেকেই হয়তো এমন বিশ্বাস অর্জন হয়।'      






যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে বাছুর ও সাপের এই 'বন্ধুত্বের' ছবি সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। 


আরও পড়ুন, বয়স কোনও বাধা নয়, জিমে গিয়ে ওয়েট লিফটিং করে তাক লাগালেন এই মহিলা


অনেকেই এই ভিডিওটিকে প্রশংসায় ভরিয়েছে। এক ইউজার লিখেছেন, "সম্প্রীতির একটি সুন্দর অভিব্যক্তি। আজকের বিশ্বে, মানবতার এই সুন্দর আত্মাদের থেকে শিক্ষা নেওয়া উচিত"। আরেক ইউজার লিখেছেন 'তাদের নিজস্ব একটি ভাষা আছে, যা মানুষের বোঝার বাইরে'। 


যদিও কেউ কেউ বলেছেন, এ  ভিডিওটি তৈরি করা অন্য পন্থায়। কিছু ব্যবহারকারী ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ইউজার লিখেছেন, প্রতি বছর সাপের কামড়ে প্রচুর গবাদি পশু মারা যায়। এবং আমাদের কাছে এই বিষয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই যে এই ভিডিওটি সত্যিই।