সৌমিত্র রায়, কলকাতা : বাংলায় একা লড়ে ভোটে জেতার ক্ষমতা হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ! তাই কংগ্রেস আর সিপিএমকে সঙ্গে নিতে চাইছেন! মোদি ( Narendra Modi )  বিরোধী জোট প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । তিনি বলেন, ' মমতা ব্যানার্জি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে পশ্চিমবাংলায় একা জিততে পারবে না জানে। তাই কংগ্রেসকে, সিপিএমকে সঙ্গে নিতে চাইছে' 


২০২৪-এর জাতীয় রাজনীতির যুদ্ধক্ষেত্র প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। আঞ্চলিক বাধ্যবাধকতা সরিয়ে একমঞ্চে হাজির তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আম আদমি পার্টির মতো দল। সেই বিষয়টিকে সামনে রেখেই বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে, বাংলায় একা লড়ে ভোটে জেতার ক্ষমতা হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! শুক্রবার বিরোধী দলনেতা বলেন, ' কালকে আমি ক্যানিংয়ের এমএলএ-কে বলতে দেখছিলাম যে, ক্যানিংয়ে বিজয় উৎসব হবে ১৩ তারিখে। আইএসএফ-এর নেতা নৌশাদ সিদ্দিকিও আসবে। এরা বুঝেছে ... পশ্চিমবাংলায় একা জিততে পারবে না বলে এদেরকে সবাইকে ডাকছে। প্রমাণ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়ার এবং জেতার দম নেই। ফুরিয়ে গেছে সেটা। বিজেপি সেটা কেড়ে নিয়েছে। বিজেপির আতঙ্কেই এসব করছে'  


আরও পড়ুন : ED ডাকবে না, ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে নুসরতের পাশে অভিনেতা যশ 



এদিকে জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদিও ক্রমাগত আক্রমণ করে চলেছেন INDIA জোটকে। 'ইন্ডিয়া নয় ঘমন্ডিয়া' -  বিরোধী জোটের উদ্দেশে আক্রমণ শানাতে সম্প্রতি নতুন শব্দবাণ নিক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। বিহারের NDA সাংসদদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি বলেন,  "গরিব মানুষদের সঙ্গে অতীতে যে অন্য়ায়-অবিচার করেছে, তা ঢাকতেই UPA থেকে নাম পাল্টে INDIA করা হয়েছে। INDIA-কে ঢাল করে নিজেদের পুরনো অপকর্মগুলি ঢাকতে চাইছে কংগ্রেস।"


 INDIA জোট নিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। ফিরহাদ হাকিম বলেছেন,' ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে এসব ভুলভাল বকছে...এখানে মমতা ব্যানার্জি একাই কাফি ! ' 


বৃহস্পতিবার দুর্গাপুরে গিয়ে তৃণমূলকে হারানোর লক্ষ্যে সিপিএমের নীচুতলার কর্মী ও সমর্থকদের সমর্থন চান শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটেই পাল্টা খোঁচা দিয়েছে সিপিএম। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, সারা দেশের লোক জানে, আরএসএস ওয়ালারা জানে, বিজেপির বিরুদ্ধে কমিউনিস্টরা লড়াই করে। এখানে তৃণমূল আর বিজেপি, দুইযের বিরুদ্ধেই লড়াই করছে বামপন্থীরা' 


ইন্ডিয়া জোটের শরিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফর্মুলা, যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করবে। এখন প্রশ্ন উঠছে, বাংলায় বাম ও কংগ্রেসকে আসন ছাড়বে তো তৃণমূল?