কলকাতা : মেজাজ হারালেন অভিনেতা। গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড় ! বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ঘটনার সূত্রপাত শুক্রবার । নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম । অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক  সোহম চক্রবর্তী।


সূত্রের খবর,  সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন মাত্র ! 


রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। কোনওরকম কমার্শিয়াল ডিল ছাড়াই তাঁর রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি। কিন্তু শুটিং চলাকালীন, তাঁদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয়। তাই নিয়ে বাঁধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তরজা। এরপরই ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, 'জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু !' তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন, তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হোন বা নরেন্দ্র মোদির বন্ধু, আপনারা ঝামেলা বাড়াবেন না, আমার গেস্ট আসবেন। তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিল-চড়-ঘুষি চালিয়ে দেন। রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁর ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই ত্রস্ত তাঁরা। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। 


সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা। সেখানে দেখা যায় সোহম রেস্তোরাঁর মালিককে কলার চেপে ধরে মারতে মারতে এগিয়ে নিয়ে যান। তারপর কিল,চড়, লাথ , ঘুষি সবই চালানো হয়। মারধর করার অভিযোগ সোহমের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেও। রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম তাঁকে হুমকি দেন, 'দেখবি পাওয়ার কী হয়'?  


পরে সোহম অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করেছিলেন বলেই মাথা গরম হয়ে গিয়েছিল তাঁর। তাই মারধর করেছিলেন। 


আরও পড়ুন : আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী


তৃণমূল কংগ্রেস নির্বাচনে উল্লেখযোগ্য ভাল ফল করার পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের বাইক বাহিনীর দাপটের অভিযোগ পাওয়া যাচ্ছে। কলকাতা উত্তরের উল্টোডাঙা চত্বরে বৃহস্পতিবার বিকেলে নজিরবিহীন ভাবে জয়ের উদযাপন করল তৃণমূল। উল্টোডাঙার একাধিক আবাসনের ভিতরে দাপিয়ে বেড়ায় শ'খানেক অটো-বাইক।  লোকসভা ভোটের ফল ঘোষণার পর কোথাও মুখ ঢেকে হল হামলা। চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে মাঝরাতে ছোড়া হল একের পর এক কাচের বোতল। সিসিটিভি ক্য়ামেরাতেও ধরা পড়ে সেই ছবি। আবার, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ের পর, উল্টোডাঙার একাধিক অভিজাত আবাসনে, শতাধিক অটো-বাইক নিয়ে মিছিল করে তৃণমূল। যা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। সবমিলিয়ে লোকসভা ভোটপরবর্তী পরিস্থিতি উত্তপ্ত।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে