ওয়াশিংটন: রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুক্রবার এই বিষয়টি নিশ্চিত হতেই টুইট করে তাঁকে অভিনন্দন জানালেন টেসলা ও এক্স-এর মালিক এলন মাস্ক (Tesla and X Owner Elon Musk)। এর পাশাপাশি তাঁর কোম্পানিগুলি ভারতে (India) খুব তাড়াতাড়ি বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে বলেও উল্লেখ করেছেন তিনি।


শুক্রবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এলন মাস্ক পোস্ট করেন, "নরেন্দ্র মোদি বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক নির্বাচনে আপনার জয়ের জন্য অভিনন্দন জানাই। আমার কোম্পানিগুলি ভারতে দুর্দান্ত কাজ করার জন্য মুখিয়ে রয়েছে।"


 






প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের এপ্রিল মাসে ভারত সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত রেখেছিলেন এলন মাস্ক। টেসলার প্রচণ্ড কাজের চাপের কারণে তিনি ভারতে আসতে পারছেন না বলে জানিয়ে ছিলেন। আগে জানা গেছিল যে তিনি এপ্রিল মাসের ২১-২২ তারিখে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। কিন্তু, সেই সাক্ষাৎ আর হয়নি। পরে এলন মাস্ক জানান যে তিনি এই বছরের শেষের দিকে ভারতে আসার জন্য পরিকল্পনা করছেন।


আরও পড়ুন: India-China Conflict: সহজে ধরা পড়ে না রেডারে, সিকিমের অদূরে অত্যাধুনিক চিনা যুদ্ধবিমান! দেখা গেল স্যাটেলাইট-ছবিতে


গত বছরের জুন মাসে আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন এলন মাস্ক। সেই সময় তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে ছিলেন টেসলা ও স্টারলিঙ্ক খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসতে চলেছে। টেলসা ভারতে তাদের গাড়ি তৈরির কারখানা খোলার পাশাপাশি প্রচুর টাকা বিনিয়োগ করবে বলেও আশ্বস্ত করেছিলেন। পাশাপাশি গত বছরই টেলসার তরফে ভারত সরকারের কাছে আবেদন করা হয় তাদের গাড়িগুলি এই দেশে আমদানি করা হলে তার জন্য যেন কর না নেওয়া হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Donald Trump Convicted: আমেরিকার ইতিহাসে প্রথমবার! ঘুষ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প