গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় ভারত- চিন সীমান্তে (Indo China Border) মর্মান্তিক মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের বুধাখালির বাসিন্দা এক সেনা জওয়ানের (Soldier Death)। মৃতের নাম সমিত মাইতি। বয়স ৩৫ বছর। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে সমিতের দেহ তাঁর কাকদ্বীপের বাড়িতে ফেরে। গ্রামের যুবকের এমন আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
কী ভাবে মৃত্যু?
সেনা সূত্রে খবর, গত ৮ অগাস্ট ডিউটিতে যাওয়ার পথে সিকিমের নাথু লা-তে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি সেনা জিপ। তাতেই ২ জওয়ানের মৃত্যু হয়। সমিত ছাড়াও মারা যান মহারাষ্ট্রের বাসিন্দা এক সেনা জওয়ান। কাকদ্বীপের বুধাখালির স্থানীয় রাজনগর-শ্রীনাথ গ্রামের বাসিন্দা সমিত নারায়ণ বিদ্যামন্দিরের প্রাক্তনী ছিলেন। গত কাল তাঁর মরদেহ স্কুলে আনা হয়েছিল। শিক্ষক থেকে পড়ুয়া, সকলেই তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর দেহ আনা হয় বাড়িতে। বৃদ্ধ বাবা, মা ছাড়াও স্ত্রী রয়েছে ওই সেনা জওয়ানের। শোকে কার্যত দিশাহারা সকলেই। গত কাল তাঁকে বাড়িতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন কাতারে কাতারে মানুষ। আজ, শুক্রবার সকালে গান স্যালুটের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গত জুনে অশান্ত মণিপুরে তল্লাশি অভিযানের সময় গুলিতে শহিদ হলেন বাংলার বিএসএফ জওয়ান তল্লাশি অভিযানের সময় গুলিতে শহিদ হয়েছিলেন বাংলার এক বিএসএফ জওয়ান।
মণিপুরে শহিদ জওয়ান...
নিহত জওয়ানের নাম রঞ্জিত যাদব। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা তিনি। একমাত্র উপার্জনকারীকে হারিযে অনিশ্চয়তার মুখোমুখি পরিবার। তবে মর্মান্তিক খবর পাওয়ার পরই রঞ্জিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। গত ৩ মে জনজাতি সম্প্রদায়ের একটি মিছিল ঘিরে মণিপুরে হিংসা ছড়ায়। সেই অশান্তি এখনও অব্যাহত। অশান্ত মণিপুরে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ান রঞ্জিত। বিএসএফ সূত্রে খবর, অভিযান চলাকালীন গুলিবিদ্ধ হন রঞ্জিত। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও ছোট্ট ছেলেকে নিয়ে ছিল বিএসএফ জওয়ানের সংসার। একটা গুলিতে সেই সংসার দিশাহারা হয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিযে শোকে পাথর পরিবার। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের সুুকিয়াপাড়ার বাসিন্দা রঞ্জিত ২০০৯ সালে বিএসএফে যোগ দিয়েছিলেন। এভাবে তাঁকে হারিয়ে পরিবারের পাশাপাশি শোকে ভেঙে পড়েছিলেন রঞ্জিতের বন্ধুরাও।
পথ দুর্ঘটনায় সমিতকে হারিয়ে প্রায় এক ছবি কাকদ্বীপেও।
আরও পড়ুন:প্রথমদিনেই বক্সঅফিসে বাজিমাত করল রজনীকান্তের 'জেলার'