কলকাতা:  রজনীকান্তের (Rajinikanth) 'জেলার' (Jailer)  নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে  মুক্তি পেল এই ছবি। আর প্রথমদিনেই বক্সঅফিসে বাজিমাত করল এই ছবি। সূত্রের খবর অনুযায়ী ভারতে একদিনেই এই ছবির আয় ৪৪.৫০কোটি টাকা।


যদিও আরও একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই ছবির মোট আয় ছিল কোটি ৫২ কোটি টাকা। এর মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি, কর্ণাটক থেকে ১১ কোটি, কেরালা থেকে ৫ কোটি, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১০ কোটি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটির রয়েছে।


ছবিটি তামিলনাড়ু এবং কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনী রেকর্ড করেছে বলে জানা গেছে। অন্যদিকে, এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যে কোনো তামিল ছবির জন্য সর্বোচ্চ ওপেনিং রেকর্ড করেছে। শুধু তাই নয়, জেলার এই বছর ভারতে একটি তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ উদ্বোধনী দিনে মোট সংগ্রহ রেকর্ড করেছেন।


আরও পড়ুন...


অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা


প্রসঙ্গত, গ্লোবাল সফ্টওয়্যার-এস-এ-সার্ভিস (সাস) কোম্পানি ফ্রেশওয়ার্কস তাদের কর্মীদের জন্য় এই উদ্য়োগ নিয়েছে। এর পাশাপাশি, দক্ষিণ ভারতের বেশ কয়েকটি কোম্পানি 'জেলার'-এর মুক্তির জন্য় গতকাল ছুটি ঘোষণা করেছিল।


শুধু চেন্নাই বা মাদুরাই নয়, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, থাঞ্জাভুর, বিশাখাপত্তনম, মাইসুরু, ইলোর, তিরুবনন্তপুরম এবং কোচির মতো শহরের অফিসগুলিও ছুটি ঘোষণা করেছে, অনেক বড় কোম্পানি তাদের কর্মীদের বিনামূল্যে টিকিট তুলে দিয়েছিল যাতে তারা ছবিটি দেখতে পারে।


উল্লেখ্য়, হিদেতোশি এক দম্পতি জাপানের (Japan) ওসাকা থেকে উড়ে এসেছিলেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধু তাই নয়, থালাইভার জন্য উপহার স্বরূপ একটি জাপানি শাল ও পাখাও এনেছিলেন তাঁরা।


নেলসন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তামান্না (Tamannah)। এই ছবিতে  সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনিরুদ্ধ, যা ইতিমধ্যেই সুপার হিট।


উল্লেখ্য়, দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ফলে অনুরাগীদের উন্মাদনার আঁচ বেশি হবে তা বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার। 




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন



https://t.me/abpanandaofficial