অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: স্বামী ম্যালেরিয়া আক্রান্ত। তাই কলেজ স্ট্রিটে ৫ নম্বর বরো অফিসের সামনে বিজেপির বিক্ষোভ (BJP Agitation) ধর্নায় সামিল হলেন সোনালি গুহ (Sonali Guha)। রবিবার ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে কলেজ স্ট্রিটে ৫ নম্বর বরোর অফিসের সামনে রাস্তায় মশারি টাঙিয়ে তার ভিতরে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই এলাকারই বাসিন্দা সোনালি গুহ।


কী বললেন সোনালি?
এদিন ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে মশারি খাটিয়ে প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। তাতেই সামিল হন সোনালি গুহ। বলেন, 'আমার বাড়িতে স্বামীর ম্যালেরিয়া হয়েছে। পাড়ায় আরও খবর নিলে দেখা যাবে, অনেকেরই ম্যালেরিয়া, ভাইরাল হচ্ছে। পুরসভা তো ঘুমোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলছেন, কোনও ছুটি নেই। তা হলে হয় পুর প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না, না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন।' বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, 'ডেঙ্গির সঙ্গে স্বচ্ছতা জড়িয়ে। শহর যত স্বচ্ছ হবে, ডেঙ্গি তত কম হবে। কলকাতা ও কলকাতা লাগোয়া এলাকায় ডেঙ্গির প্রকোপ সর্বোচ্চ হওয়ার অর্থ হল, পুরো স্বাস্থ্য পরিষেবা বেহাল।' এই নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের পাল্টা জবাব, 'এই আবহাওয়ায় এটা হবে। পুরসভা যথাসম্ভব চেষ্টা করছে। বিক্ষোভ না দেখিয়ে যদি ওই পাড়ায় ঘুরে ঘুরে যদি সাফাই অভিযান করত, তা হলে মানুষের উপকার হত। এসব টিভিতে ছবি তোলার জন্য হচ্ছে।' এসবের মধ্যেই বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি সংক্রান্ত পরিসংখ্যান গোপন করছে কলকাতা পুরসভা। 


দক্ষিণ দমদমে মৃত্যু...
ঘটনাচক্রে এদিনই দক্ষিণ দমদম পুরসভায় ফের ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু হয়েছে বলে খবর। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল রাতে আরজি কর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ডেঙ্গি মোকাবিলায় পুরসভার কোনও খামতি নেই, মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। প্রতিক্রিয়া কাউন্সিলরের। তরুণীর কোমর্বিডিটি ছিল বলেও দাবি। এই নিয়ে দক্ষিণ দমদমে এখনও পর্যন্ত ৮ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা অনেক আগেই হাজার ছাড়িয়েছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, তরুণীর গল ব্লাডারের সমস্যা ছিল। শনিবার গভীর রাতে আর জি কর হাসপাতালে মৃত্যু হয়েছে দক্ষিণ দমদম পুরসবার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক তরুণীর। মৃতের নাম, সমাপ্তি মালিক(২০)। পড়তেন গুরুদাস কলেজের বিকম অনার্স থার্ড ইয়ারে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।


আরও পড়ুন:লালচোখ ডেঙ্গির, এক সপ্তাহে দক্ষিণবঙ্গে নয়া আক্রান্ত ২ হাজার ৬১৩ জন