ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: টানা প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। তারপরে থানা থেকে বেরোলেন বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী। যিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই।
সোমবার সকাল দশটায় কাঁথি থানায় যান তিনি। তারপরে টানা ভিতরেই ছিলেন তিনি। শেষপর্যন্ত বিকেল পাঁচটা নাগাদ কাঁথি থানা থেকে বেরিয়ে আসেন তিনি। আগামী শুক্রবার তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানানো হয়েছে। এদিন কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কী বললেন সৌমেন্দু?
এদিন থানা থেকে বেরিয়ে সৌমেন্দু অধিকারী বলেন, 'আমি ছেড়ে আসার পরে ১ বছর ৬ মাস পরে অভিযোগ। এতদিনে ৩ জন ওই চেয়ারে বসেছেন। একমাত্র আমাকেই জিজ্ঞাসাবাদ করেছে।' জিজ্ঞাসাবাদ চলার সময় সৌমেন্দুর আইনজীবী অভিযোগ করেছিলেন, যে সৌমেন্দুকে খাবার খেতে দেওয়া হচ্ছে না। বই-কাগজও পড়তে দেওয়া হচ্ছে না।' জিজ্ঞাসাবাদের পরে সৌমেন্দু বলেন, 'চা-বিস্কিট খেয়েছি। বাইরের খাবার খাই না। এখানে বাড়ির খাবার অ্যালাও নেই। গল্পের বই-খবরের কাগজ পড়তে দেওয়া হয় না। হার্ডকোর ক্রিমিনালও পড়ার সুযোগ পায়। জানি না কেন দেওয়া হল না। আদালতে বলব।'
এর আগেও জিজ্ঞাসাবাদ:
এর আগে শুক্রবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ৭ অক্টোবর শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুজো মিটতেই কাঁথি থানার তলবি নোটিস পেয়ে শুক্রবার হাজির হন সৌমেন্দু অধিকারী। দুর্নীতি এবং বেনামী সম্পত্তি সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ ঘণ্টারও বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তৃণমূলে থাকাকালীন প্রায় প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু। কাঁথি পুরসভার দায়িত্বে থাকাকালীন পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে, রাঙামাটি শ্মশানের জমি বিক্রি করে স্টল বিলি, সারদার ফাইল উধাও, কাঁথি প্রভাত কুমার কলেজে টেন্ডারে কারচুপি, পুরসভার ত্রিপল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলায় দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বেনামে সৌমেন্দুর বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে।
আরও পড়ুন: 'মধ্যপ্রদেশের অ্যাকশন রিপ্লে পশ্চিমবঙ্গে', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সজল-সেলিম