কলকাতা: সৌরভ (Sourav Ganguly) রাজনীতিতে এলে ভালই করবেন। অমিত শাহর (Amit Shah)সঙ্গে নৈশভোজের পরদিন ইএম বাইপাসের ধারে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জল্পনা উস্কে মন্তব্য ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)। পাশাপাশি সৌরভ পত্নীর দাবি গতকাল কোনও রাজনৈতিক আলোচনা হয়নি নৈশভোজে (Dinner)।


বঙ্গ সফরে ‘শাহি’-চমক গতকালই দেখেছেন বঙ্গবাসী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে গতকাল যান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট। তারপর আড্ডা। মহারাজকীয় নৈশভোজও হয়। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জল্পনা উস্কে দিলেন সৌরভ-জায়া ডোনা। বললেন "সৌরভ গঙ্গোপাধ্য়ায় রাজনীতিতে এলে ভালই করবেন''। তার পাশাপাশি অবশ্য দাবি করেছেন, "গতকাল নৈশভোজে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।''


 





কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়? ইএম বাইপাসের ধারে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এদিন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) বলেন, অমিত শাহ বাকিদের নিয়ে এসেছেন। জল্পনা হলে হোক। জল্পনা করাই তো মানুষের কাজ। যদি সত্যিই কোনও খবর থাকে। যদি কিছু হওয়ার হয়, তাহলে তো সবাই জানতেই পারবেন। দিদি তো খুবই কাছের। সৌরভ রাজনীতিতে এলে মানুষের জন্য কাজ করবে। রাজনীতির কোনও আলোচনা হয়নি। 


আরও পড়ুন: Sourav Ganguly: 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ', মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা সৌরভের মুখে