Abbar Kanchanjangha: ১৭ তারকার যাদু, ৩য় সপ্তাহেও শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'

Abbar Kanchanjangha: ১-২ জন নয়, ১৭ জন তারকা শ্যুটিং সেটে। কীভাবে সবটা সামলেছেন রাজর্ষী?

Continues below advertisement

কলকাতা: এই গল্প এক পরিবারের। দার্জিলিং, ডুয়ার্সের কোলে একটা পরিবারের গল্প, প্রেমের গল্প। ১৭ জন তারকাখচিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ৩ সপ্তাহ পেরিয়েই এখনও কলকাতা শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'।

Continues below advertisement

একটা পরিবারের গল্প বলেছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা। 

শ্যুটিংয়ের গল্প

১-২ জন নয়, ১৭ জন তারকা শ্যুটিং সেটে। কীভাবে সবটা সামলেছেন রাজর্ষী? হাসতে হাসতে পরিচালকের উত্তর, 'আমায় কিছুই সামলাতে হয়নি। সবার সঙ্গে আমি বন্ধুর মতো মিশি। যাঁদের সঙ্গে কাজ করেছি অনেকেই আমায় অল্পবয়স থেকে চেনেন। কোভিডের পর ১৭ জন অভিনেতা অভিনেত্রী বেড়াতে যাচ্ছেন দার্জিলিংয়ের মত একটা জায়গায়, সবার মধ্যেই একটি পিকনিক-এর আমেজ কাজ করেছে। আবার ততটাই গুরুগম্ভীর কাজও হয়েছে। দর্শক ছবিটা দেখেই বুঝবেন, এর মধ্যে একটা অদ্ভুত মজা আছে।'

রোজ শ্যুটিংয়ে ঝকঝকে রোদ, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? তনুশ্রী বলছেন, 'এই ছবির শ্যুটিং এমন একটা সময়ে শুরু যখন মানুষ ভীষণভাবে বাইরে বেরতে চাইছিল। এই ছবিটা একটা পেইড হলিডের মত ছিল আমাদের কাছে। সবচেয়ে বড় কথা এত প্রিয় জায়গা। দার্জিলিং, ডুয়ার্স, কাঞ্চনজঙ্ঘা। গল্পটাও দারুণ। সবাই চুটিয়ে কাজ করেছি।' 

বিয়ের অনুষ্ঠানের পর প্রথম ক্যামেরার সামনে, গোলাপি ফ্লোরাল সালোয়ার কামিজে ঝলমলে নববধূ আলিয়া

শ্যুটিং নাকি পিকনিক। শটের মাঝেই নাকি 'গ্লেনারিজ'-এ (Glenary's) চলে যেতেন অভিনেতা অভিনেত্রীরা। সেখান থেকে ফোন করে ফের ফিরিয়ে আনা হল সেটে। আর সেটটাই তো একটা ঘোরার জায়গা। দারুণ একটা বাংলোয় শ্যুটিং হচ্ছিল। পরিচালক বলেছিলেন, শ্যুটিং সেটেই ব্যাডমিন্টন খেলা চলত, রান্না চলত। সেই সুরে সুর মিলিয়ে তনুশ্রীও বললেন, 'সেটে গিয়েই আমরা ঠিক করতাম, আজকে কী খাব? কখনও লঙ্কা বাটা দিয়ে শশা বা আপেল। তবে আমরা সবাই এতটাই খেতে ভালোবাসতাম, সবার ভাগে মাত্র এক টুকরো করেই হত।' হেসে উঠলেন তনুশ্রী। 

বাকি সব তারকাদেরও একই মত। ঝরঝরে শ্যুটিং সেরে খুশি সকলেই। তার ওপর ছবি সাফল্য সেই খুশির মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

Continues below advertisement
Sponsored Links by Taboola