জয়দীপ হালদার, কুলপি (দক্ষিণ ২৪ পরগনা) : কুলপিতে (Kulpi) একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু (Mysterious Death)। ঋণদানকারী সংস্থার টাকা নয়ছয়ের অভিযোগে এক পরিবারকে মারধরের অভিযোগ। কুলপি থানা এলাকার ঘটনা। ঋণদানকারী সংস্থার কর্মীরা ওই পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রবিবার বকখালি (Bakkhali) লাগোয়া জঙ্গলে ওই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয়। তিনজনই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। এই ঘটনার তদন্তে ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবার থানার পুলিশ।


ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি সমুদ্র সৈকত লাগোয়া একটি জঙ্গল থেকে একই পরিবারের ওই তিন জনের দেহ উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। জানা যায়, গত কয়েক মাস ধরে একটি ঋণদানকারী বেসরকারি স্বনির্ভর গোষ্ঠীর টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। যদিও পরিবারের সদস্যদের দাবি, তাঁরা কোনও টাকা নয়ছয় করেননি। কয়েক মাস ধরে এনিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলার পর, তাঁদের কথা কেউ শোনেননি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। 


আরও পড়ুন ; দু-বার উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়ে ডিপ্রেশন! মা-বাবার ঝগড়া চলাকালীন পেটে ছুরি ঢুকিয়ে আত্মঘাতী ছেলে


অভিযোগ, এই ঋণদানকারী স্বনির্ভর গোষ্ঠীর লোকজন এবং স্থানীয় কয়েকজন মানুষকে নিয়ে কুলপিতে তাঁদের বাড়িতে অত্যাচার চালানো হয়। তাঁদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই এলাকাছাড়া ছিল এই পরিবারের সদস্যরা। এরপর রবিবার বকখালি সমুদ্রসৈকত লাগোয়া জঙ্গলে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার পরেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।


পরিবারের দাবি, তাঁদের ওপর টাকা নয়ছয়ের যে চাপ দেওয়া হচ্ছিল, সেটা মিথ্যা অভিযোগ। এনিয়ে বিভিন্ন সময়ে তাঁদের ওপর অত্যাচার করা হয়েছে। গতকাল রাতেও(শনিবার) বহু মানুষ এসে তাঁদের ওপর অত্যাচার চালায়। যার ফলে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে তাঁরা আত্মঘাতী হয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


এনিয়ে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা যায়নি।