রঞ্জিৎ হালদার, সোনারপুর : সেনাবাহিনীর কর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) সোনারপুর (Sonarpur) থেকে গ্রেফতার (Arrest) অভিযুক্ত। সরকারি প্রকল্প থেকে ২ মাসের মধ্যে টাকা পাইয়ে দেওয়ার নামে ২১ জনের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে সোনারপুর থানা অভিযুক্ত অমিত মিত্রকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি ঝড়খালিতে। সোনারপুরে ভাড়া থাকত। এছাড়াও বিভিন্ন এলাকায় ভাড়া নিয়ে তিনি দুষ্কর্ম করতেন বলে অভিযোগ।
কী অভিযোগ ?
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মূলত মহিলাদের টার্গেট করতেন। সরকারি প্রকল্প থেকে মোটা টাকা অনুদানের লোভ দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা নিতেন। গড়ে সাত হাজার টাকা করে নিয়েছেন। ২১ জনের কাছে টাকা নিয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। ২ মাসের মধ্যে তাঁদের মাথাপিছু ১ লাখ ১০ হাজার টাকা করে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। অথচ সময় পেরিয়ে গেলেও টাকা পাননি তাঁরা। এই পরিস্থিতিতে বেপাত্তা হয়ে গিয়েছিলেন অভিযুক্ত।
আরও পড়ুন ; আইআইটি-তে চাকরির টোপ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত ৪ অভিযুক্ত
অবশেষে তাঁকে এলাকায় পেয়ে ঘিরে ফেলেন মহিলারা। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারপুর এলাকায় তাঁর একাধিক স্ত্রীর খোঁজও মিলেছে বলে জানা গিয়েছে। তাঁদের সাথেও প্রতারণা করে তিনি বিয়ে করেছিলেন বলে অভিযোগ।
দিনকয়েক আগে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার (fraud) অভিযোগ ওঠে। খড়্গপুর টাউন থানায় ব্ল্যাকমেলারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক পড়ুয়া। তার পরেই চার অভিযুক্তকে এক হোটেল থেকে গ্রেফতার (arrest) করা হয়।
প্রতারিত ছয় পড়ুয়ার অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ানের পদে নিয়োগ করা হবে বলে শুভাশিস দাস ও ভিকি হাজারি নামে দুজন টোপ দিয়েছিল। শুভাশিস কোচবিহার এবং ভিকি আলিপুরদুয়ারের বাসিন্দা বলে জানিয়েছেন ওই পড়ুয়ারা। বেতনবাবদ ২৪ হাজার ৬৫০ টাকা পাবেন তাঁরা। জয়েনিং দ্রুত হবে। আশ্বাস দেন শুভাশিস-ভিকি। তবে মুফতে নয়। অন্তত লাখ চারেক টাকা করে দিকে হবে। এর মধ্যে অগ্রিম বাবদ কিছু দিলেই নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হবে, জানান দুজন। চাকরির লোভনীয় প্রস্তাবে রাজিও হয়ে যান ছয় যুবক। এর পরই ফাঁদে পড়ার পালা।