হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি। 


আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব না মেলায় গত ফেব্রুয়ারি মাসে গন্ডগোলের বিষয়টি নজরে আসে। 


এর ফলে গত ৬ মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। এমনকী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে। সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এর আগে আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সিআইডিকে তদন্ত বন্ধ করতে বলে সিবিআই-ইডি-কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সংস্থাটিতে ২১ হাজার ১৬৩ জন প্রায় ৫০ কোটি টাকা জমা রেখেছিলেন। সেই টাকা থেকে ঋণও দিয়েছিল সংস্থাটি। অভিযোগ আমানতকারীদের টাকা ফেরাতে টালবাহানা শুরু করে মহিলা ঋণদান সমবায় সমিতি। টাকা নয়ছয়ের অভিযোগে CBI ও ED-র হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা হয়। 


রাজ্যের অন্য আরেক তছরুপ অভিযোগ-


আসানসোল পুরসভার কুলটি বরো অফিস থেকে ৮৭ লক্ষ টাকা উধাও! টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে অভিযোগ তোলেন ২৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবর। তাঁর অভিযোগ, প্রায় ৮৭ লাখ টাকা পুরসভায় জমা দেননি বরো অফিসের অর্থ দফতরের কর্মীরা। অভিযোগ, এ ব্য়াপারে নজর দিচ্ছেন না অর্থ দফতরের আধিকারিকরা। এবিষয়ে এখনও কেন কোনও FIR দায়ের হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনায় জড়িত তৃণমূল, তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিকে, তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার চেয়ারম্য়ান বিধান উপাধ্য়ায় বলেন, তিনি চেয়ারম্য়ান হওয়ার আগে এই ঘটনা ঘটেছে। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনিয়ে, FIR দায়ের করবে পুরসভা।                              


আরও পড়ুন, উত্তর ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ