পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির পুকুরে কুমির চলে আসায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় বন দফতরে। অবশেষে বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরে নিয়ে যান। সেটিকে ছাড়া হয়েছে বনি ক্যাম্পের কাছে একটি খালে।


বাঘের ভয়ের পর এবার কুমিরের আতঙ্ক। বেশ কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি সহ বেশ কিছু এলাকায় বাঘ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার রায়দিঘির কাঁকনদিঘিতে গৃহস্থের বাড়ির পুকুরে চলে এল প্রায় ৮ ফুট লম্বা কুমির। 


স্থানীয় বাসিন্দা অনিল দাসের বাড়ির পুকুরে শনিবার সকালে কুমির দেখে তো প্রতিবেশীদের চক্ষু চড়কগাছ। এলাকায় ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। চলে আসেন বন দফতরের কর্মীরাও। তারপর নানা কসরত করে জাল দিয়ে অবশেষে কুমিরটিকে বাগে আনা সম্ভব হয়। সেটিকে বন দফতরের কর্মীরা রায় দিঘির রেঞ্জ অফিসে নিয়ে যান। 


দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মৃণালকান্তি মণ্ডল বলেন, "কুমির সুস্থ রয়েছে। ওই জায়গায় বহু লোকের ভিড় হয়ে গিয়েছিল।" রেঞ্জ অফিসে কুমিরটির মেডিক্যাল পরীক্ষা করা হয়। রবিবার ভোরে সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে ঠাকুরের খালে ছাড়া হয় কুমিরটিকে।