Smartphones: আজ রাতে শেষ হতে চলেছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale)। জনপ্রিয় ই-কমার্স সংস্থার এই সেল শেষ হওয়ার আগে দেখে নিন কোন কোন ফোনে (Smartphones) আপনার জন্য আকর্ষণীয় ছাড় রয়েছে। মূলত হাই-রেঞ্জের (High Rabge Phone) অর্থাৎ বেশি দামের ফোনের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ছাড় রয়েছে ফ্লিপকার্টের এই সেলে। 


মোটোরোলা এজ ৩০ আলট্রা- মোটোরোলার এই ফোন লঞ্চ হয়েছিল ৫৯,৯৯৯ টাকায়। তবে বর্তমানে অনেকটা কম দামেই এই ফোন পাওয়া যাচ্ছে। এসবিআই এবং কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। 


স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি- ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ৮৪,৯৯৯ টাকায়। তবে বর্তমানে স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোন পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের সেলে প্রায় ২৫ হাজার টাকা দাম কমেছে এই ফোনের। সবুজ, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম হোয়াইট- এই তিন রঙে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি ফোন। 


ভিভো টি১ ৫জি- ভিভো 'টি' সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১৫,৯৯০ টাকায়। তবে বর্তমানে ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে হলে কোটাক ব্যাঙ্ক বা এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা ইনস্ট্যান্ট ১০০০ টাকা ছাড় পাবেন। 


নাথিং ফোন (১)- ভারতে নাথিং সংস্থার এই ফোন লঞ্চ হয়েছিল ৩২,৯৯৯ টাকায়। এরপর ফোনের দাম আবার ১০০০ টাকা বেড়েছিল। তবে বর্তমানে ফ্লিপকার্টে নাথিং ফোন (১) পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। এর পাশাপাশি কোটাক ব্যাঙ্ক বা এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।  


গুগল পিক্সেল ৬এ- ফ্লিপকার্টে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাচ্ছে ৩৪,১৯৯ টাকায়। ক্রেতারা অতিরিক্ত ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন যদি কোটাক ব্যাঙ্ক এবং এসবিআই- এর কার্ডে কেনাকাটা করেন। ভারতে গুগল পিক্সেল ৬এ ফোন লঞ্চ হয়েছিল ৪৩,৯৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চের সময়ের তুলনায় বেশ কিছুটা কমে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই ফোন। 


পোকো এম৪ প্রো- পোকো সংস্থার এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ফ্লিপকার্টে ১২,৪৯৯ টাকা। ব্যাঙ্ক অফার এবং অন্যান্য ছাড় যুক্ত হওয়ার পর এই ফোনের দাম আরও কমেছে। পাওয়া যাচ্ছে ১০,২৪৯ টাকায়।


মোটো জি৭২- মোটোরোলা 'জি' সিরিজের ফোন মোটো জি৭২ ফ্লিপকার্টের দিওয়ালি সেলে পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়। তবে অন্যান্য ছাড় এবং ব্যাঙ্ক অফার যুক্ত হওয়ার পরে এই ফোনের দাম আরও কিছুটা কমে হয়েছে ১৪,৭৪৯ টাকা। মোটো জি৭২ ফোনে রয়েছে ৩০০০ টাকার একটি স্পেশ্যাল ছাড়। 


আরও পড়ুন- ভারতে চালু ৫জি, ১৫ হাজার টাকার কমে কোন কোন ৫জি ফোন কেনা যাবে, দেখে নিন