বাসন্তী : বাসন্তীতে (Basanti) তৃণমূলের সভা (TMC Rally) ঘিরে উত্তেজনা । তৃণমূলের সভায় আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের । স্থানীয় বিধায়কের বিরুদ্ধে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নালিশ জানান তৃণমূল কর্মীদের একাংশ। যদিও সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাল্টা দাবি করেন বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Mondal)। 


রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। এই অভিযোগে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং শ্যামল মণ্ডলের ডাকে একটি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিমন্ত্রিত ছিলেন। তিনি যখন সভায় যোগ দিতে আসেন, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে নালিশ জানান তৃণমূল কর্মীদের একাংশ। তাঁরা অভিযোগ জানান, তাঁদের না জানিয়েই সভার আয়োজন করা হয়েছে। 


বিক্ষোভকারী এক তৃণমূল কর্মী বলেন, শ্যামল মণ্ডল কী করছেন, এই মন্টু গাজি নামে এক তোলাবাজ, হার্মাদবাহিনী-আরএসপির এক নেতা, তাঁকে দিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসকে দুর্নাম ঘটিয়ে দলকে কলঙ্কিত করার জন্য তাঁকে নিয়ে এই অনুষ্ঠান করছে, আমাদের বাদ দিয়ে।


বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ওদের ভালভাবেই জানানো হয়েছে। তিনটি-চারটি করে চিঠি দেওয়া হয়েছে। জানে সবাই। এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে মিটিং। যাদের জানানো দরকার, সবাইকে জানানো হয়েছে।


প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই আবাস যোজনার (Awas Yojana) ঘর না পাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল বিধায়ককে (TMC MLA) ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। শাসকদলের তরফে সমাধানের আশ্বাস দেওয়া হলেও, আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। 


আবাস যোজনা নিয়ে দুর্নীতি, বঞ্চনা ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে এখন দিকে দিকে বিক্ষোভ-উত্তেজনা। বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল। এই আবহেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ায় সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত-সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা।


সম্প্রতি বাসন্তীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হয়েছে। অভিযোগ, বাসন্তী ব্লকের বিভিন্ন এলাকায় যেসব মানুষের কাঁচা বাড়ি রয়েছে, তাঁদের সিংহভাগেরই তালিকায় নাম নেই। আবার কারও অভিযোগ, ঘর পাওয়ার তালিকায় পরিবারের সদস্যের নাম থাকলেও, তার টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে অন্যকে !


আরও পড়ুন ; আবাস যোজনার ঘর মেলেনি ! বাসন্তীতে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ