রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে (Basanti) ভয়াবহ বিস্ফোরণে আহত ফারুখ সর্দারের মৃত্যু হল। ক্যানিং হাসপাতাল (Canning Hospital) থেকে তাঁকে কলকাতায় আনার আগেই মৃত্যু হয়েছে ফারুখের। এদিন আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হয় তাঁর। বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Mahakuma Hospital) নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
বাসন্তীতে বিস্ফোরণ: আজ সকাল সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী থানার (Basanti Police Station) অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর আমাঝাড়া সরদারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। তাতে গোটা বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। মজুত বোমা থেকে বিস্ফোরণ হয় বলেই সন্দেহ স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগে বাড়ির মালিক হামিজ উদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: Bus Shortage: কর্মী সঙ্কট সরকারি বাস সংস্থায়, বিপুল আর্থিক ক্ষতির মুখে বন্ধ যান পরিষেবা
ভাটপাড়ায় বিস্ফোরণ: গতকালই ফের ভাটপাড়ায় (Bhatpara) বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে। সোমবার রাতে জগদ্দল থানার বাকুলিয়া মোড়ে, দুষ্কৃতীরা রাস্তায় পরপর বোমা ফাটায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও ধরপাকড় শুরু করেছে পুলিশ।
কিন্তু ভাটপাড়ায় (Bhatpara) ফের বোমাবাজির অভিযোগ ওঠায়, একে অন্যের দিকে আঙুল তুলেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। সোমবার রাতে বোমাবাজির অভিযোগের পর, মঙ্গলবারও এলাকায় টহল দেয় পুলিশ।
আরও পড়ুন: Madhyamik 2023 : বেজে গেল দামামা, আগামী বছরের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ