জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মামার বাড়িতে এসে খেলতে খেলতে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার বোলসিদ্ধি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ২ শিশুর নাম আদিত্য হালদার ও ফাল্গুনী কয়াল। প্রথম জনের বয়স ৪ বছর ও দ্বিতীয় জনের বয়স ৫ বছর। সম্পর্কে তারা মাসতুতো ভাই বোন। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। দীর্ঘক্ষণ দুই শিশুর কোনও খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজনেরা। পরে পুকুরে  দুজনকে ভাসতে দেখেন। তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খেলতে খেলতে পুকুর ঘাটে পা পিছলে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানিয়েছে মৃত শিশুদের পরিবারের লোকজনেরা। যদিও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু  করেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।


এর আগে বেশ কিছুদিন আগে নশিপুর গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল পাঁচটি শিশু। স্থানীয়দের তৎপরতায় তখন দু'জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পরে। যদিও নিখোঁজ ছিল এক শিশু। 


স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছিল, কাঠগোলা এলাকার বাসিন্দা অজিত মণ্ডল কয়েকদিন আগে মারা যান, সেদিন তাঁরই প্রথম ঘাট কাজ ছিল। পরিবারের লোকজন গঙ্গাঘাটে যাওয়ার আগেই পরিবারের ৫  শিশু গঙ্গা ঘাটে স্নান করতে চলে যায়। 


তখনই পরিবারের লোকজন শিশুদের আচমকাই তলিয়ে যেতে দেখেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নিখোঁজ শিশুর সন্ধানে শুরু হয় তল্লাশি। ঘটনার খবর পেয়ে নশীপুর ঘাটে পৌঁছয় পুলিশ।  মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পরে শিশুদের আত্মীয়রা। গঙ্গার ঘাটে উপচে পড়ে এলাকাবাসীদের ভিড়। অপরদিকে সাহানগর ফেরিঘাটে বছর তেরোর এক কিশোর গঙ্গায় তলিয়ে যায় শনিবার। নিখোঁজের খোঁজে শুরু হয় তল্লাশি।