জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণের (Blast ) ঘটনায় আতঙ্ক ছড়াল। সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে খবর, আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। কী থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, বাড়িতে মজুত বোমা থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।  তবে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের খবর নেই। বাসন্তীতে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাসন্তী থানার পুলিশ ও দমকল গিয়ে আগুন নেভায়। ঘিরে রাখা হয় ঘটনাস্থল। 


ঘটনার সময় কেউ ছিলেন না বাড়িতে
অথচ ঘটনার সময় কেউ ছিলেন না বাড়িতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) ফুলমালঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দানা বেধেছে রহস্য। এলাকাবাসীর অভিযোগ, হামিজউদ্দিন সরদারের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। 

আরও পড়ুন :


পোল্যান্ডের প্রায় ২০০ বাঙালি কোমর বাঁধলেন ইউক্রেন যুদ্ধের শরণার্থীদের জন্য


বাসিন্দারা কী জানালেন
ওই বাড়ির বাসিন্দা ইয়াসমিন সর্দার জানান, ' বাড়িতে কেউ ছিল না। আমার শ্বশুর গিয়েছিল মসজিদে। আমি পুকুরে ছিলাম। আচমকা আওয়াজ হয়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। কীভাবে হল জানি না। ' অন্য বাসিন্দা তোয়েব সর্দার জানান, ' সকালে হঠাৎ আওয়াজ হয়, দাউদাউ করে আগুন জ্বলে। আমরা পুলিশকে খবর দিই। নিশ্চয়ই বোমা বাঁধছিল, তা নাহলে কেমন এমন হবে। ওরা দুষ্কৃতী। ' 

বিস্ফোরণ আর কোথায় সাম্প্রতিক অতীতে 
গত ২৬ মার্চ, মালদার কালিয়াচকে বিস্ফোরণ হয়। তার জের বাড়ির একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৩ বছরের এক শিশুর। কী করে এরকম জোরাল বিস্ফোরণ হল? যার ফলে বাড়িটাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল? বিস্ফোরণের কারণ জানতে, ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়।  বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ধসে পড়ে কংক্রিটের ছাদ!  ভেঙে পড়ে একপাশের দেওয়াল। অন্য দেওয়ালেও ফাটল ধরে!


গত ২৭ মার্চ, বাগান পরিষ্কার করতে গিয়ে বর্ধমান শহরে বোমা ফেটে জখম হন গৃহকর্তা। ঘটনাস্থলে যায় বম্ব ডিটেকশন স্কোয়াড। তল্লাশি চালায় পুলিশ কুকুর। বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।