গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামে হাড়হিম করা ঘটনা। বাড়ির মধ্যে দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘরের মেঝে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে ভাইপোর হাতে খুন দুই পিসি। খুনের ঘটনায় দুই মহিলার ভগ্নিপতিকেও গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। 


ধৃত সুব্রত প্রামাণিক ও মণিরথ আড়ি গুরুদাসপুরেরই বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পৈতৃক ৭ বিঘা জমি দখল করতেই এই খুন। ৬ বোন ও ৩ ভাইয়ের মধ্যে অবিবাহিত বিপাশা ও বাসন্তী প্রামাণিক পৈতৃক বাড়িতে থেকে চাষবাস করে সংসার চালাতেন। মাথা থেঁতলে, কুপিয়ে খুন করা হয় দুই বোনকে। পুলিশের দাবি, সম্পত্তি হাতাতে শ্যালক-পুত্র সুব্রতর সঙ্গে জোট বেঁধে দুই শ্যালিকাকে খুনের ছক কষেন ছোট বোনের স্বামী মণিরথ। 


বাঁশের বেড়া দেওয়া একটা ঘর, সেই ঘরের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। রক্তের ওপর পড়ে রয়েছে দুটি দেহ। থেঁতলানো তাঁদের মাথা, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামে হাড়হিম করা ঘটনা। মৃতেরা হলেন বাসন্তী প্রামাণিক (৪৫) ও বিপাশা প্রামাণিক (৫৫)।


স্থানীয় সূত্রে খবর, বাসন্তী ও বিপাশা-রা ৬ বোন, তিন ভাই। বাকি বোনেদের বিয়ে হয়ে গেলেও এই ২ জনের বিয়ে হয়নি। বাবা-মা-দাদারা কেউ না থাকায় তাঁরা একা থাকতেন বাপের বাড়িতে। বেশ কয়েক বিঘা জমিতে চাষবাস করে সংসার চালাতেন দুই বোন। নিহতের আত্মীয় বলেন, 'এরা এই দুই বোনই থাকে। কোনও পুরুষ  থাকে না। মানুষের সঙ্গে এমন কিছু থাকতে পারে যে তার জন্য় কুপিয়ে মারা হবে।' 


আরও পড়ুন, চার ধাম যাত্রায় ফটো-রিল শ্যুটে নিষেধাজ্ঞা! দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম জারি


পুলিশ সূত্রে খবর, জোড়া মৃতদেহের পাশে একটি ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পাওয়া যায়। তার পাশে মেঝেতে পড়েছিল কিছু দলিল। পুলিশ জানতে পারে, চাষাবাদের পাশাপাশি অবিবাহিত ২ বোনকে নানাভাবে সাহায্য করতেন তাঁদের ছোট বোনের স্বামী মণিরথ আড়ি। কিন্তু ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তাঁর খোঁজ পেয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের দাবি, বয়ানে অসঙ্গতি মেলায়, তাঁকে আটক করা হয়।


পুলিশের প্রাথমিক অনুমান, জমি বিবাদের জেরেই খুন করা হয়েছে দুই বোনকে। 


সুন্দরবন পুলিশ জেলার সুপার জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দুই বোনকে। এই ঘটনায় ছোট বোনের স্বামী জড়িত নাকি অন্য কেউ, তা খতিয়ে দেখা হচ্ছে।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে