রঞ্জিত হালদার, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনা: দিকে দিকে পুরবোর্ড নির্বাচন ঘিরে সমস্যার ছবি সামনে এসেছে। ভোটের আগে থেকেই নানাভাবে সামনে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ছবি। ভোটে বিপুল জয়ের পরেও ছবিটা খুব একটা পাল্টায়নি। পুরবোর্ড নির্বাচন ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় ঝামেলার ছবি দেখা গিয়েছে। কিন্তু সেই ছবি বদলে গিয়েছে রাজপুর-সোনারপুরে। পুরপ্রধান নির্বাচিত হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন রাজপুর সোনারপুর পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান পল্লব দাস। 


বৃহস্পতিবার শপথ নেন তিনি। শপথ নিয়েই শান্তিপূর্ণ ভাবে দোল উৎসব আয়োজনের বার্তা দেন নতুন পুরপ্রধান পল্লব দাস। শুক্রবার গোটা পুর এলাকায় শান্তিপূর্ণভাবে দোলযাত্রা উৎসব পালনের উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। এই পুরনির্বাচনেই প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন মোফাজ্জল হোসেন। রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়েছিলেন তিনি। প্রথমবারেই জিতে উপপ্রধান হয়েছেন মোফাজ্জল। নতুন পদে এসেই দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। রাজপুর সোনারপুর পুর এলাকায় বিভিন্ন জায়গায় বর্ষাকালে জল জমার সমস্যা রয়েছে। সেই সমস্যার কথা স্বীকার করেছেন তিনি। দ্রুত কাজ শুরু করে, পুর এলাকায় জল জমার যাবতীয় সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন মোফাজ্জল।    


রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলররা বৃহস্পতিবার শপথগ্রহণ করেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী ৷ দলের যা সিদ্ধান্ত সেভাবেই পুরবোর্ড তৈরি হয়েছে। তিনি বলেন, 'দলের নির্দেশ মেনেই পুরপ্রধান ও উপপুরপ্রধান নির্বাচন করা হয়েছে ৷'


সেভাবে কোনও সমস্যা না থাকলেও খামতি ছিল না নিরাপত্তার। গোটা এলাকায় কড়া নজরদারি ছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। 


আরও পড়ুন: কড়া নজর রাখতে অস্ত্র 'e-নজর'