দক্ষিণ ২৪ পরগনা: ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) পোলেরহাটে ধুন্ধুমার। দেহ ঘিরে পুলিশের সঙ্গে মৃতার পরিবারের খণ্ডযুদ্ধ। আহত ২ পুলিশ কর্মী ও ২ সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম মরিয়ম বিবি। স্থানীয় সূত্রে খবর, ১৫ বছর আগে মরিয়মের বিয়ে হয় আরশাদ আলি মোল্লার সঙ্গে। অভিযোগ, প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর ওপর অত্যাচার চালাতেন আরশাদ। আজ সকালে মরিয়মকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। স্বামী পলাতক, প্রতিবেশী মহিলাকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ।


২ দিন আগেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে অপহরণ (Kidnap) করে খুন (Murder) করার অভিযোগ উঠেছিল হাওড়ার লিলুয়ায়। ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। গ্রেফতার তিন। 


‘মেরা জান খতরে মে হ্যায়...’ স্ত্রীর দাবি, বুধবার (Wednesday) গভীর রাতে এই অডিও বার্তা পাঠিয়েছিলেন স্বামী। কিন্তু তার পরে বার বার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। রবিবার স্বামীর মৃতদেহ উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে।


বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে অপহরণ করে খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম, বুদ্ধেশ্বর সাউ (৪৫)। বাড়ি, হাওড়ার (Howra) লিলুয়ায় (Lilua)। 


পুলিশ জানতে পেরেছে, লিলুয়ার (Lilua) ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউ নামে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক (Extra Marital Affair) ছিল বুদ্ধেশ্বরের। যা নিয়ে অশান্তি চলছিল দুই পরিবারের। মৃতের স্ত্রীর দাবি, গত সপ্তাহে বুধবার বাপের বাড়িতে যান তিনি। সেই রাতে একটি অডিও মেসেজ পাঠান স্বামী। বলেন, ‘মেরা জান খতরে মে হ্যায়’। মৃতের স্ত্রী লক্ষ্মী সাউ বলছেন, তারপর আর সেই মোবাইল ফোনে যোগাযোগ করা যায়নি। পুলিশের অভিযোগ করি লিলুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন স্ত্রী। মঙ্গলবার করেন FIR।