জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনা (Accident)। হুগলি নদীতে (Hooghly River) ডুবে গেল বাংলাদেশের (Bangladesh) পণ্যবাহী বার্জ (Barge)। গতকাল রাতে হলদিয়া থেকে পণ্য নিয়ে বাংলাদেশ যাচ্ছিল বার্জটি। চড়ায় ধাক্কা মেরে সেটি হুগলি নদীতে ডুবতে শুরু করে। বার্জের নাবিকদের  চিত্কার শুনে সাগর থানায় (Sagar Police Station) খবর দেন স্থানীয় মত্স্যজীবীরা (Fishermen)। পরে সাগর থানার পুলিশ ২টি ট্রলার (Trawler) নিয়ে নাবিকদের উদ্ধার করে। 


রাতে চড়ায় ধাক্কা লেগে বিপত্তি। মাঝ নদীতে বার্জ ডুবি। কোনওরকমে রক্ষা ১৩ জন নাবিকের (Sailor)। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামাড়া দ্বীপের কাছে হুগলি নদীতে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ MV বাংলার শান্তি নামে বাংলাদেশের এই পণ্যবাহী বার্জটি ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া (Haldia) থেকে বাংলাদেশ যাচ্ছিল। 


হঠাৎই হুগলি নদীতে ঘোড়ামারা দ্বীপের কাছে সেটি চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে।  মাঝি মাল্লারা আতঙ্কে চিত্‍কার করতে থাকেন।  আশপাশের নৌকার মত্‍স্যজীবীরা বিপদ বুঝে খবর দেন সাগর থানায়। এরপর সাগর থানার পুলিশ ২টি ট্রলার নিয়ে গিয়ে বার্জের ১৩ জন নাবিককেই উদ্ধার করেন। সাগর থানায় ১৩ জন নাবিককে নিয়ে যাওয়া হয়। বার্জটি ডুবে গেছে নদীতে। পুলিশের অনুমান, রাতে দিক ঠিক করতে না পেরে সম্ভবত বার্জটি চরায় ধাক্কা মেরে ডুবে যায়।


চলতি বছর মে মাসে ঘূর্ণিঝড় তওতের (Cyclone Tauktae) ধাক্কায় মুম্বই (Mumbai) উপকূলের কাছে ডুবে যায় একটি বার্জ(Barge)। 'পি ৩০৫' (P 305) নামের ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। উদ্ধারের জন্য নৌবাহিনীর (Navy) আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ একাধিক যুদ্ধজাহাজকে কাজে লাগানো হয়।


আরও পড়ুন: JMB Terrorist Arrested: পশ্চিমবঙ্গ জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গেছে, রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের