নয়া দিল্লি: মেসেজ পাঠাতে গিয়ে হঠাৎই বিপত্তি হোয়াটসঅ্যাপে। মেসেজই যাচ্ছে না! কী হল, কী হল ভাবতে ভাবতে ফোন রিস্টার্ট করেও লাভ হল না! এ কী বিপত্তি! একই অবস্থা তখন ফেসবুক-ইনস্টাগ্রামেও। পেজ খুললেই 'Something Went Wrong' বার্তা। মাথায় হাত নেট নাগরিকদের।
শুধু ভারতে নয়, বিশ্ব জুড়ে আচমকাই বন্ধ হল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। রাত সাড়ে ১১টা থেকে এই সমস্যার সূত্রপাত। কী কারণে এই বিভ্রাট তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই বিষয়টি নিয়ে মেটাকে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকরা। এক্স হ্যান্ডেলে লক্ষ লক্ষ মিম-এ ভরে যায়। সেখানেই দেখা যায় ইলেক্সট্রিশিয়ানের ভূমিকায় মার্ক জুকারবার্গ। হাতে যন্ত্রপাতি নিয়ে তার ঠিক করছেন তিনি।
আরও পড়ুন, কাজ করছে না মেটা? বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ
দেখা যায়, হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ডিটেক্টর ওয়েবসাইট অনুসারে, রাত ১১টায় ২০ হাজারেরও বেশি অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও মিমস দেখা যাচ্ছে। বর্তমানে মেটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে, এম্মনটাই জানা গিয়েছে।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, মেটার অধীনস্থ প্ল্যাটফর্মগুলির বিষয়ে ১ লক্ষ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে কিছুক্ষণের মধ্যেই। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছিল ব্রিটেন, আমেরিকা, ইউরোপের কিছুটা অংশে, এশিয়া, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার দেশগুলিতে। হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ আসছিল না, তেমনই মেসেজ পাঠানোও যাচ্ছিল না। কোথাও মেসেজ, পোস্ট বা আপডেট দেখতে গেলে তা হচ্ছিল ধীরগতিতে। কোথাও তো পুরোপুরি পরিষেবাই থমকে গিয়েছিল।
গত মার্চেও ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারকারীরা এই ধরনের সমস্যায় পড়েছিলেন। কয়েক ঘণ্টা লেগেছিল পরিস্থিতি স্বাভাবিক হতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে