সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : অবশেষে ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন। এর আগে ২ দিন ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে আইএসএফ বিধায়ককে ভাঙড়ে ঢুকতে বাধা দেয় পুলিশ (Police)। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন নৌশাদ সিদ্দিকি। সেই মামলা নিষ্পত্তি করে আদালত জানিয়ে দিল, এখন আর ভাঙড়ে ঢুকতে বাধা নেই আইএসএফ বিধায়কের (ISF MLA)।


পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড় (Violence in Bhangar)। সংঘর্ষ থেকে বোমাবাজি, মৃত্যু, বাদ যায়নি কিছুই। সেই ভাঙড় থেকেই অবশেষে ২০ দিন পর উঠল ১৪৪ ধারা। মুড়ি মুড়কির মতো বোমা। মুহুর্মুহু গুলি। পরপর মৃত্যু। এমনকী, গণনার রাতেই সাধারণ মানুষ সহ খুন হন ৩ জন। তারপরেই ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারার কারণ দেখিয়ে স্থানীয় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ২ দিন ভাঙড়ে যেতে বাধা দেয় পুলিশ । 


১৪ জুলাই নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে ভাঙড় যাওয়ার পথে, নিউটাউনের হাতিশালায় নৌশাদকে আটকে দেয় পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকেন আইএসএফ বিধায়ক। ওইদিনই হাতিশালার পর সাপুরজিতেও আটকানো হয় তাঁকে। এরপর ১৬ জুলাই, ভাঙড়ে নিউটাউনের আর্টস একরের সামনে ব্যারিকেড করে আটকানো হয় আইএসএফ বিধায়কের গাড়ি। হেঁটে ভাঙড়ে ঢোকার চেষ্টা করেন নৌশাদ, সেখানেও বাধা দেয় পুলিশ।


এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় সোমবার আদালতে রাজ্য সরকার জানায়, ভাঙড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করা হল। ফলে বিধায়কের আর মামলার যৌক্তিকতা নেই বলেও দাবি করেন রাজ্য সরকারের আইনজীবী। এরপরই মামলার নিষ্পত্তি করে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, এখন আর ভাঙড়ে ঢুকতে বাধা নেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique)। যে প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেছেন, 'সরকার ১৪৪ ধারা তুলে দিতে বাধ্য হয়েছে। নইলে আদালতে আমার মামলাতেও সরকারের মুখ পুড়ত।'


১৪৪ ধারা তো তুলে নেওয়া হল। কিন্তু শান্তি কি ফিরবে ভাঙড়ে ? না ফের অশান্ত হয়ে উঠবে ? এটাই এখন দেখার। 


আরও পড়ুন- 'আমাকে হাত নাড়লেন, ভালই আছেন' হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial