রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : আগ্নেয়াস্ত্র-সহ (Arms Recovered) গ্রেফতার (Arrested) হলেন ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়কের (EX CPM MLA) ছেলে। অন্যদিকে জয়নগরে আগ্নেয়াস্ত্র-সহ দুজন ধরা পড়েছে পুলিশের (Police) জালে। পূর্ব মেদিনীপুরের মারিশদা ও মালদার মানিকচকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা।


পঞ্চায়েত ভোটের প্রাক্কালে উদ্ধার অস্ত্র


পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, বোমা। অস্ত্র-সহ গ্রেফতার হলেন খোদ প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। পুলিশের জালে ধরা পড়ল এক নাবালক-সহ আরও দু-জন। এদিকে, ভাঙড় থেকে মারিশদা, মানিকচক, বারুদের গন্ধ সর্বত্র। আগ্নেয়াস্ত্র-সহ ধরপাকড় হচ্ছে। উদ্ধার হচ্ছে বোমা। কিন্তু এসব আসছে কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর অধরাই।


১৯৯১ সাল থেকে ২০১৬, মাঝের এক দফা বাদ দিলে ভাঙড়ের চারবারের সিপিএম বিধায়ক ছিলেন বাদল জমাদার। এবার আগ্নেয়াস্ত্র-সহ তাঁর ছেলেকেই গ্রেফতার করল পুলিশ। রবিবার বিকেলে গ্রেফতার করা হয় আনারুল জমাদারকে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার ও ৫টি গুলি উদ্ধার হয়েছে। 


চক্রান্তের গন্ধ !


২১-এর বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়েছিল বাম, কংগ্রেস ও ISF. তাদের মধ্যে একমাত্র ভাঙড়ে জিতে মুখ রক্ষা করে ISF। পঞ্চায়েত ভোটের আগে প্রাক্তন সিপিএম বিধায়কের গ্রেফতারি নিয়ে, চক্রান্তের গন্ধ পাচ্ছে তারা। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলেছেন, 'পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু এটা পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের ফাঁসানোর চক্রান্ত নয় তো?' পাল্টা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক হাকিমুল ইসলাম বলেছেন, 'CPM ৩৪ বছর ধরে এই ধরনের কাজকর্ম করে এসেছে। আবার এই ধরনের অরাজকতার সৃষ্টি করছে। তারই প্রমাণ এটা।'


রাজ্যে আরও অস্ত্র উদ্ধার


অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনারই জয়নগরে এক নাবালক-সহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মিলেছে একটি আগ্নেয়াস্ত্র ও দু-রাউন্ড গুলি। অন্যদিকে রাজ্যের দুই জেলায় উদ্ধার হল প্রচুর তাজাবোমা। পূর্ব মেদিনীপুরের মারিশদার গোয়াগাছিয়ায় মাঠ থেকে মিলেছে ১৪টি বোমা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাই দিয়ে চাপা দেওয়া ছিল বোমাগুলি। পরে পুলিশ সেগুলি নিষ্ক্রিয় করে।


এর আগে রবিবার রাতে মালদার মানিকচকে একটি গোয়াল ঘর থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। আবু কালাম নামে গোয়ালের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। যদিও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে স্থানীয় সূত্রে খবর।


আরও পড়ুন- দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দেখতে চান কুণাল ঘোষ !