শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে আটকে রেখে অত্যাচারের (Domestic Violence) অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) পথের দাবি এলাকায়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। অভিযুক্তের পরিবারের সাফাই, চাকরি চলে যাওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি।
আটকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে অত্যাচারের অভিযোগ
সন্ধে থেকে পরদিন সকাল ঘরে আটকে রেখে অকথ্য অত্যাচারের অভিযোগ। অভিযোগ, কেউ বাধা দিতে গেলে, অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচারের সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। কেউ যাতে ঘরে ঢুকতে না পারে, কাচের বোতল ভেঙে ছড়িয়ে রেখেছিলেন যুবক। ন'মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ি এলাকায়। শেষমেশ, রবিবার সকালে মহিলাকে উদ্ধার করল পুলিশ।অভিযুক্ত স্বামীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: Siliguri News: কাচের বয়ামে ভরে পাচারের চেষ্টা, ৩০ কোটির সাপের বিষ উদ্ধার শিলিগুড়িতে
স্থানীয় সূত্রে খবর, ২০১৬ সালে ধৃতের সঙ্গে বিয়ে হয় মহিলার। প্রথম দিকে সব ঠিকঠাক চললেও, অভিযোগ, কিছুদিন পর থেকেই অত্যাচার বাড়তে থাকে। সব সীমা ছাড়িয়ে যায় শনিবার সন্ধেয়। ঘরে আটকে রেখে শুরু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অত্যাচার। প্রতিবেশীরা বাধা দিতে গেলেও, কোনও লাভ হয়নি।
এলাকার এক বাসিন্দা বলেন, "সবসময় এমন করে। স্ত্রীর উপর অত্যাচার করে। পুলিশ না এলে যে কোনও একটা ঘটনা ঘটে যেত, নেশাগ্রস্ত।" অভিযুক্তের বাবার দাবি, ২০১৩ সালে সেনাবাহিনীতে যোগ দেয় ছেলে। কিছু দিন পর একটি বিস্ফোরণে আহত হওয়ায় চাকরি চলে যায়। এর পর থেকেই অবসাদে ভুগছিলেন ওই যুবক।
অবসাদ থেকেই এমন আচরণ অভিযুক্তের!
অভিযুক্তের বাবা বলেন, "বৌমাকে আটকে রেখেছে ঘরে। কিছুতেই বেরতে দিচ্ছিল না। মেরে দেবে হুমকি দিচ্ছিল। বৌমা অন্তঃসত্ত্বা। পুলিশ এসে বৌমাকে উদ্ধার করে।" ক্যানিংয়ের পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, "এরকম ঘটনা ঘটেছিল। স্বামীকে গ্রেফতার।" প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন যুবক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।