পার্থপ্রতিম ঘোষ ও জয়দীপ হালদার, ডায়মন্ডহারবার (দক্ষিণ ২৪ পরগনা) : ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হল এক ব্যক্তির। অভিযোগ বাড়িতে বসে বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে। উড়ে যায় চিলেকোঠার ছাদ, ক্ষতিগ্রস্ত হয় দরজা-জানালা। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।


ঠিক কী ঘটেছে


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাজারতালুক অফিসপাড়া। বিস্ফোরণ ঘটে একতলার একটি বাড়িতে। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে প্রথমে ভেবেছিলেন, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তাঁদের ভুল ভাঙে। 


কী জানাচ্ছেন স্থানীয়রা


প্রতিবেশীদের দাবি, ছুটে গিয়ে তাঁরা দেখেন, বারান্দায় পড়ে রয়েছেন বাড়ির মালিক ষাটোর্ধ্ব ধনঞ্জয় কর্মকার। তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত (dead) ঘোষণা করেন। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা ছিলেন না। 


পুলিশ কী জানাচ্ছে


পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থলে মিলেছে গান পাউডার (Gun Powder) ও মিক্সার গ্রাইন্ডার। অভিযোগ, ধনঞ্জয় কর্মকার কালীপুজোর জন্য গান পাউডার ব্যবহার করে বাজি তৈরি করছিলেন। পুলিশের অনুমান, বিস্ফোরণ ঘটে একটি মিক্সার গ্রাইন্ডারে।


ঘটনাস্থলে যে গান পাউডার মিলেছে, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ (police)। সিল করে দেওয়া হয়েছে বাড়িটিকে। শুধুই কি বাজি বানানো হচ্ছিল? নাকি বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ আছে? তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখছে পুলিশ। 


এদিকে, শনিবারই পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বাড়িতে বিস্ফোরণ ঘটে। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অনুমান করছে পুলিশ। অভিযুক্ত বিজেপি (BJP) কর্মী বলে দাবি গ্রামবাসী ও তৃণমূলের (TMC)। অভিযুক্ত দলের কর্মী হলেও ছাড় পাবেন না, দাবি বিজেপির।


আরও পড়ুন- দুই তৃণমূল নেতার জমি-বিবাদের জেরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে বাড়ি ভাঙচুর, বোমাবাজি