কৃষ্ণেন্দু অধিকারী, দক্ষিণ ২৪ পরগনা: নিজের লোকসভা কেন্দ্রে ফুটবল টুর্নামেন্ট (Football Match)। সপরিবারে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুর্নামেন্টেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মায়ের আত্মার (Heeraben Modi) শান্তি কামনায় পালন করা হল এক মিনিটের নীরবতা।


ডায়মন্ড হারবার ফুটবল টুর্নামেন্টে সপরিবারে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় 


করোনার সময় সুনির্দিষ্ট পদ্ধতিতে কোভিড পরীক্ষা, টিকাকরণ, লকডাউনের সময় খাার বিতরণ-সহ একাধিক কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছে তৃণমূল সাংসদ অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbour)।  

শুক্রবার সেই ডায়মন্ড হারবারের এমপি কাপের ফাইনাল ম্যাচ হল ছিল। এই ফুটবল টুর্নামেন্ট এ বার পঞ্চম বছরে পড়ল। সেই উপলক্ষ্যে মঞ্চে সপরিবারে হাজির ছিলেন  অভিষেক।


আরও পড়ুন: Babita Sarkar: নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের নম্বর-বিতর্ক


২০ দিন ধরে, ডায়মন্ড হারবারের ১৭টি মাঠে হয়, ১২৮টি টিমের খেলা। ফাইনালে বজবজকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ফলতা। তৃণমূল সাংসদের ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে, পেলের পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের স্মৃতির উদ্দেশ্যে পালন করা হল এক মিনিটের নীরবতা।


সেখানে অভিষেক বলতে শোনা যায়, "পেলের দেখানো পথে এগোতে হবে আমাদের। বিবেকানন্দ বলেছিলেন, গীতাপাঠ থেকে ফুটবল খেলা... মান্নাদের গান মনে পড়ে... সব খেলার সেরা বাঙালির ফুটবল।"

শুক্রবার ফাইনাল উপলক্ষ্যে সেজে উঠেছিল মহেশতলার বাটা স্টেডিয়াম। ফ্লাড লাইটে ফাইনাল ম্যাচ। খেলা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তার মধ্যে দিয়েই পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের কেন্দ্রে জন সংযোগও সারতে দেখা গেল অভিষেককে। 


ডায়মন্ড হারবার ফুটবল টুর্নামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন

আগেই তৈরি হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই ক্লাব এবার খেলছে প্রিমিয়ার ডিভিশনে। তারই পাশাপাশি, নির্বাচনী ক্ষেত্রের এলাকাভিত্তিক দল নিয়ে হল সাংসদ কাপ ফুটবল।


শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন দুয়েক আগে প্রধানমন্ত্রীর মাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী হয়েছিল, তা যদিও প্রকাশ করা হয়নি। তবে হীরাবেন স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়  হাসপাতালের তরফে। এর পর শুক্রবার ভোর নাগাদ প্রয়াত হন হীরাবেন। মায়ের শেষকৃত্যে যোগ দিতে গুজরাত পৌঁছন প্রধানমন্ত্রী। সব সম্পন্ন করে ফের কাজে ফেরেন তিনি। কিন্তু সেখানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। মা কত কষ্ট করে বড় করেছেন তাঁদের, সকলকে শোনান। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকজ্যাপন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সত্বর কাজে না ফিরে বিশ্রাম নিতে আর্জি জানান।