জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা) : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারের (Diamond harbour) বাশুলডাঙায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ওই মহিলার বয়স আনুমানিক ৩২-৩৫ বছর। মহিলার দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে কি না খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ (Diamond harbour Police Station)।
ঠিক কী ঘটেছে
মঙ্গলবার সাতসকালেই ডায়মন্ড হারবার এলাকায় চাঞ্চল্য ছড়ায় রেললাইনের পাশে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলার মাথা-পায়ে গভীর ক্ষত-র চিহ্ন রয়েছে। এভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত, যা দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। যার পরই খোঁজ দেওয়া হয় পুলিশে (Police)। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষে সেই চেষ্টাই চালানো হচ্ছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে কী খবর
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৩২-৩৫। পোশাক অবিন্যস্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি ব্যাগও। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় ছবি পাঠানো হচ্ছে সনাক্তকরণের কাজের জন্য।
এদিকে, সোমবার রাচে হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) জোড়া খুনের ঘটনায় (Murder) চাঞ্চল্য ছড়ায়। ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ভবানীপুরে (Bhowanipore) গুজরাতি (Gujrati) ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। নিহত অশোক-রশ্মিতা শাহের শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল খবর পুলিশ সূত্রে।