সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বাসুদেবপুরে নাবালিকাকে গণধর্ষণ। আর এই ঘটনা মিটমাটের জন্য গ্রামে সালিশি সভা বসানোর অভিযোগ উঠেছে খোদ তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ মানতে নারাজ। এ নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি (BJP)।


নাবালিকাকে গণধর্ষণে


সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ। ভিডিও তুলে ব্ল্যাকমেল। ঘটনা জানাজানি হওয়ায়, নাবালিকার আত্মীয়ের উপর ছুরি দিয়ে হামলা। আর শেষ অবধি ধর্ষণের পর মিটমাট করতে সালিশি সভা।


এই ভয়ঙ্কর অভিযোগ ঘটেছে উত্তর ২৪ পরগনার বাসুদেবপুরে। আর এক্ষেত্রে মিটমাটের জন্য গ্রামে সালিশি সভা বসানোর অভিযোগ উঠেছে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, রবিবার দুপুরে একটি পাট ক্ষেতে নিয়ে গিয়ে বছর তেরোর ছাত্রীকে গণধর্ষণ করে স্থানীয় দুই যুবক। গোটা ঘটনার ভিডিও করে তারা। অভিযোগ, নির্যাতিতা এনিয়ে মুখ খুললে, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুই যুবক। 


নির্যাতিতার কাকা বলছেন, 'গণধর্ষণ করে, ভিডিও তুলে রাখে। মারে।' গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রবিবার সন্ধেয়, নির্যাতিতার এক আত্মীয়ের বাড়িতে বসে সালিশি সভা। অভিযোগ, সেই সভা বসান তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহম্মদ জিন্নাত। অভিযোগ, সেই সালিশি সভায় নির্যাতিতার আত্মীয়দের মারধর করে অভিযুক্তদের লোকজন। ছুরি দিয়ে কোপানো হয় নির্যাতিতার কাকাকে। ভাঙচুর করা হয় নির্যাতিতার আত্মীয়ের বাড়ি।


বাসুদেবপুরের স্থানীয় বাসিন্দার কথায়, 'সারাদিন মদ গাঁজা খায়, নেশা করে।' যদিও, সালিশি সভা ডাকার অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহম্মদ জিন্নাতের কথায়, 'সালিশি সভা ডাকিনি। আমরা হামলার খবর পেয়ে যাই। পুলিশ ডাকি।'


আরও পড়ুন: Bhowanipore Murder: ঘরে চলছিল টিভি, যত্রতত্র পড়ে খাবার; ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে রহস্য


গণধর্ষণ! তৃণমূল নেতার ‘ডাকে’ সালিশি। আক্রমণ বিজেপির। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যে অপশাসন চলছে। নেতারাই সালিশি সভা ডাকছে।' 


তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের কথায়, 'খবর নিয়ে দেখছি। যদি কেউ এরকম করে থাকে, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।' হামলার খবর পেয়ে, রাতেই ঘটনাস্থলে আসে বাসুদেবপুর থানার পুলিশ। ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার কাকার ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয় আরও ১ জনকে।