শান্তনু নস্কর, গোসাবা: গোসাবায় তৃণমূলের (TMC) সংহতি মিছিল ঘিরে প্রকাশ্যে এল কোন্দল। উদ্দেশ্য এক এবং এলাকা এক হলেও, আলাদা আলাদা মিছিল করলেন বিধায়ক সুব্রত মণ্ডল ও গোসাবা ব্লক তৃণমূল সহ সভাপতি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মণ্ডল।


মিছিল ঘিরে প্রকাশ্যে কোন্দল: গতকাল রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূলের তরফে দেওয়া হল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। জেলায় জেলায় মিছিল করেন তৃণমূলে নেতা-কর্মীরা। একইভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন প্রথমে গোসাবা ব্লক অফিস থেকে আরামপুর ঘুরে গোসাবা বাজার পর্যন্ত মিছিল করেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। প্রায় একই সময়ে গোসাবার চণ্ডীর মোড় থেকে ৫ কিলোমিটার পথ ঘুরে গোসাবা বাজারে শেষ হয় ব্লক সহ সভাপতি অনিমেষ মণ্ডলের মিছিল। ১০০ মিটারের ব্যবধানে আলাদা আলাদা পথসভাও করেন বিধায়ক ও ব্লক সহ সভাপতি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 


গতকাল বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে কলকাতায় 'সংহতি যাত্রা'য় পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সংহতির বার্তা দিয়ে প্রার্থনা করলেন মন্দির, গুরুদ্বারা, চার্চ এবং মসজিদে। পাশাপাশি অন্যান্য জেলাতেও মিছিলের আয়োজন করা হয়। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গতকাল মিছিল করে তৃণমূল। সন্দেখালির এক এবং দুই নম্বর ব্লক মিলিয়ে সংহতি মিছিল করা হয়। জলপাইগুড়ি শহরেরও মিছিল করেছে তৃণমূল। মিছিল যায় বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিয়ে। তখন, তৃণমূলের তরফে জয় বাংলা, আর বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। 'রাম'-ভজন করেছেন শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব। হারমোনিয়াম সঙ্গতে গাইলেন, 'রঘুপতি রাঘব রাজা রাম…'। কোচবিহারের কুমার গজেন্দ্রনারায়ণ ঠাকুর বাড়ির শিব মন্দিরে পুজো দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। কোচবিহারের শহরের নতুন মসজিদ ও নীল কুঠির গির্জাতেও প্রার্থনা করেন তিনি। সংহতির বার্তা দিয়ে মালদার ইংরেজবাজার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও মিছিল করে তৃণমূল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Weather Update: ঘন কুয়াশা দিল্লিতে, শৈত্যপ্রবাহের সতর্কতা একাধিক রাজ্যে